Mann Ki Baat: অলিম্পিকে উৎসাহ জোগান ‘ভিকট্রি পাঞ্চে’, বার্তা নমোর, মনে করিয়ে দিলেন করোনার উপস্থিতিও
PM Narendra Modi on Mann ki Baat: প্রধানমন্ত্রী জানান, মন কি বাত অনুষ্ঠানে যারা বার্তা বা পরামর্শ পাঠায়, তাদের ৭৫ শতাংশের বয়সই ৩৫ বছরের নীচে। অর্থাৎ মন কি বাত অনুষ্ঠানটি দেশের যুব দের দ্বারাই পরিচালিত হচ্ছে।
নয়া দিল্লি: মাসের শেষ রবিবারে ফের “মন কি বাত: শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনের অনুষ্ঠানের শুরুতেই তিনি টোকিও অলিম্পিকে ভারতের দুর্দান্ত সূচনার কথা উল্লেখ করে সকলের কাছে ভারতীয় দলকে সমর্থন করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী “ভিকট্রি পাঞ্চ” কর্মসূচির ঘোষণা করেন, যেখানে ভারতীয় অলিম্পিক দলকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানানোর কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অলিম্পিক দলকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানানোর জন্য ইতিমধ্যেই ভিকট্রি পাঞ্চ ক্যাম্পেন শুরু হয়েছে। আপনারাও নিজেদের দলের সঙ্গে ভিকট্রি পাঞ্চ শেয়ার করুন ও ভারতকে সমর্থন করুন।”
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে পদযাত্রা দেখে তাঁর গায়ে কাঁটা দিয়ে উঠেছিল বলে জানান। বাকিদের অভিজ্ঞতাও একইরকম ছিল বলেই মনে করেন প্রধানমন্ত্রী। সকলেই যেন অলিম্পিক চলাকালীন এভাবেই সমর্থন জারি রাখেন, সেই অনুরোধও করেন প্রধানমন্ত্রী।
আগামিকাল, ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। এ দিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকলকে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে বিজয়ী জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের অনুরোধ জানান। তিনি বলেন, “আগামিকাল কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধ সেনাবাহিনীর নিয়মানুবর্তিতা ও জয়ের প্রতীক, যার সাক্ষী গোটা বিশ্ব ছিল। আমি চাই, আপনারা কার্গিলেরগল্প পড়ুন। আসুন আমরা সকলে মিলে কার্গিলের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই। ”
Tomorrow is Kargil Vijay Diwas. Kargil war is such a symbol of valour and discipline of our armed forces which the entire world has witnessed. I would like you to read the thrilling story of Kargil. Let us all salute the brave hearts of Kargil: PM Narendra Modi at 'Mann Ki Baat' pic.twitter.com/9Dk8vMmFak
— ANI (@ANI) July 25, 2021
এ বছরের স্বাধীনতা দিবসও বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী, কারণ এ বছর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি হচ্ছে। এই উপলক্ষ্যে আগেই প্রধানমন্ত্রী অমৃত মহোৎসবের সূচনা করেছিলেন। সেই অনুষ্ঠানে ফের একবার সকলকে যোগদান করার অনুরোধ জানান তিনি।
সম্প্রতি জর্জিয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেইন্ট কুইন কেতেভানের অস্থর অংশ তুলে দিয়ে যে নতুন সম্পর্কের সূচনা করেছেন, সে প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ধন্যবাদ জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিং লুংকেও, সিলাট রোড গুরুদ্বারের সংস্কারের জন্য।
প্রধানমন্ত্রী জানান, মন কি বাত অনুষ্ঠানে যারা বার্তা বা পরামর্শ পাঠায়, তাদের ৭৫ শতাংশের বয়সই ৩৫ বছরের নীচে। অর্থাৎ মন কি বাত অনুষ্ঠানটি দেশের যুব দের দ্বারাই পরিচালিত হচ্ছে। যুব সম্প্রদায় যদি এভাবেই এগিয়ে আসে, তবে উন্নয়নের পথ আরও মসৃণ হবে বলে জানান প্রধানমন্ত্রী।
A recent study by MyGov found that about 75% of those who send their message & suggestions to Mann Ki Baat are below 35 years. It means Mann Ki Baat is being guided by the views of the youth of India. Mann Ki Baat is a medium where there is positivity & sensitivity: PM Modi pic.twitter.com/BRtciX2hIB
— ANI (@ANI) July 25, 2021
প্রতিবারের মন কি বাত অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী যেমন দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের সাফল্যের নানা কাহিনী তুলে ধরেন, এ বারও তার ব্যতিক্রম হয়নি। মণিপুরের উখরুলে কীভাবে আপেল চাষ বৃদ্ধি পেয়েছে, সে সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বের বা কুল চাষও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। ত্রিপুরার উনাকোটির বাসিন্দা বিক্রমজিৎ চাকমার উদাহরণ দিয়ে কুল চাষের লাভ সম্পর্কে জানান প্রধানমন্ত্রী।
In Chandigarh's Sector 29, Sanjay Rana Ji runs a food stall and sells 'Chhole Bhature' on cycle. To eat his delicious 'Chhole Bhature' for free, you will have to show that you have taken the (COVID-19) vaccine on the same day: PM Narendra Modi at 'Mann Ki Baat' pic.twitter.com/QRw7WaY2dH
— ANI (@ANI) July 25, 2021