PM Modi-All Party Meeting: শেখ হাসিনাকে নিয়ে ভারত কী করবে? সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2024 | 9:47 AM

Bangladesh Protest:  কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সকল সংসদীয় দলের নেতাদের ডাকা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

PM Modi-All Party Meeting: শেখ হাসিনাকে নিয়ে ভারত কী করবে? সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: উত্তপ্ত বাংলাদেশ। ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এর পরবর্তী পদক্ষেপ কী হবে, ভারতের অবস্থানই বা কী, তা নিয়ে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ সকাল ১০টায় সংসদ ভবনে এই বৈঠক হবে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সকল সংসদীয় দলের নেতাদের ডাকা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে তথ্য থেকে শুরু করে বাংলাদেশ নিয়ে ভারতে্র অবস্থান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, যাবতীয় বিষয় নিয়েই আলোচনা করা হবে।

জানা গিয়েছে, আজকের এই সর্বদল বৈঠকেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ নিয়ে সরকারের কী অবস্থান, তা নিয়ে গতকাল থেকেই বিবৃতি দাবি করছিল বিরোধীরা। গতকাল বিকেলে বিষয়টি সংসদে উত্থাপন করার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কিন্তু স্পিকারের অনুমোদন পাননি তিনি।

এরপর বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীকে বিস্তারিত রিপোর্ট জানান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

Next Article