Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানিয়ে মিজোরামের উন্নয়নে সাহায্যের বার্তা প্রধানমন্ত্রীর

Mizoram Election 2023: রবিবার ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্য প্রদেশ ও তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে তেলঙ্গানা বাদে বাকি ৩ রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। ওই ৩ রাজ্যের বাসিন্দাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তেলঙ্গানাবাসীরও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মিজোরামেও তার ব্যতিক্রম ঘটল না।

PM Narendra Modi: লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানিয়ে মিজোরামের উন্নয়নে সাহায্যের বার্তা প্রধানমন্ত্রীর
মিজোরাম ভোটে জয়ী জেডপিএম নেতাকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 9:08 PM

নয়া দিল্লি: মিজোরামে শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-কে ধরাশায়ী করে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে লালডুহোমার দল জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে ZPM। এবার ZPM এবং দলের প্রধান লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের উন্নতিতে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি (PM Narendra Modi)।

রবিবার ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্য প্রদেশ ও তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে তেলঙ্গানা বাদে বাকি ৩ রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। ওই ৩ রাজ্যের বাসিন্দাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তেলঙ্গানাবাসীরও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মিজোরামেও তার ব্যতিক্রম ঘটল না। বিজেপি থেকে বিজেপির জোটসঙ্গী MNF পর্যুদস্ত হয়ে ZPM জয়ী হলেও রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।

এদিন টুইটারে ZPM-কে জয়ের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “মিজোরাম বিধানসভা নির্বাচনে জয়ের জন্য জোরাম পিপলস মুভমেন্ট এবং লালডুহোমাকে অভিনন্দন। মিজোরামের উন্নয়নে সবরকম সহায়তার করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি।”

প্রসঙ্গত, ৪০ আসনের বিধানসভায় এবারের নির্বাচনে ২৭টি আসন পেয়েছে লালডুহোমার দল ZPM। MNF পেয়েছে ১০টি আসন। বিজেপি পেয়েছে ২টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।