PM Narendra Modi: ‘ডিসিপ্লিনড’ জীবনে যে ২টি বিষয় একদমই আয়ত্তে আনতে পারছেন না মোদী!

প্রধানমন্ত্রী নিজেও রবিবার স্বচ্ছ অভিযানে নেমেছিলেন। সেই কাজে তিনি সঙ্গে নিয়েছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে। ঝাঁটা হাতে বাগানের আবর্জনা পরিষ্কার করতে করতেই অঙ্কিতের সঙ্গে কথা বলেছেন মোদী। সেই আলাপচারিতার ভিডিয়ো তিনি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেল থেকে।

Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 4:49 PM

নয়াদিল্লি: গান্ধী জয়ন্তীর প্রাক্কালে ‘স্বচ্ছ অভিযানের’ মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি ‘স্বচ্ছাঞ্জলি’ দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে জন্য ১ অক্টোবর, রবিবার সমগ্র দেশবাসীকে স্বচ্ছ অভিযানে নামতে আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও রবিবার স্বচ্ছ অভিযানে নেমেছিলেন। সেই কাজে তিনি সঙ্গে নিয়েছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে। ঝাঁটা হাতে বাগানের আবর্জনা পরিষ্কার করতে করতেই অঙ্কিতের সঙ্গে কথা বলেছেন মোদী। সেই আলাপচারিতার ভিডিয়ো তিনি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেল থেকে। সেখানে মোদীকে বলতে শোনা যাচ্ছে, “তিনি নিজের জীবন শৃঙ্খলার মধ্যে পরিচালিত করলেও খাওয়া এবং শোয়ার সময়ে শৃঙ্খলা তিনি আনতে পারছেন না।”

রবিবার স্বচ্ছ অভিযানের ভিডিয়ো পোস্ট করে মোদী লিখেছেন, “স্বচ্ছতা এবং স্বাস্থ্যসচেতনার মেলবন্ধন ঘটাতে হবে।” এই ভিডিয়োয় ফিটনেস ইনফ্লুয়েন্সারের সঙ্গে মোদীর কথোপকথনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানে অঙ্কিকতে মোদী জিজ্ঞাসা করছেন, ফিটনেসের জন্য তিনি কতটা সময় দেন? এর উত্তরে অঙ্কিত বলেছেন, “৪-৫ ঘণ্টা সময় দিই। আপনাকে দেখেও আমি অনুপ্রাণিত হয়।” এর পর মোদীকে অঙ্কিত বলেন, “আপনিও তো নিয়মিত শরীর চর্চা করেন।” এর জবাবে মোদী বলেছেন, “আমি শরীর চর্চা করার খুব বেশি সময় পাই না। তবে রোজ যেটুকু করা দরকার সেটা করি।” এর পরই মোদীর মুখে উঠে এসেছে জীবনযাপনে শৃঙ্খলার কথা। তিনি যে শৃঙ্খলার মধ্যে জীবন কাটানা সে কথাও জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, “আমি শৃঙ্খলা মধ্যেই চলি।” এর পর একটু হেসে মোদী জানিয়েছেন জীবনের কোন দুটি বিষয়ে তিনি শৃঙ্খলা আনতে পারছেন না। এ বিষয়ে মোদী বলেছেন, “দুটি জিনিসে আমি শৃঙ্খলা আনতে পারছি না। খাওয়ার সময় এবং ঘুমানো। ঘুমানোর জন্য আমার সময় দেওয়া দরকার। কিন্তু আমি দিতে পারছি না।”

সোশ্যাল মিডিয়ার উপযুক্ত ব্যবহার কী ভাবে করা যায় তা অঙ্কিত করেছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদী। এ বিষয়ে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অঙ্কিতকে। পরিচ্ছন্নতার কাজ করতে করতেই জি২০ সম্মেলনের প্রসঙ্গ তুলেছিলেন অঙ্কিত। তখন মোদী বলেছেন, “আপনি দেখবেন জি২০ সম্মেলনের ভারত মণ্ডপমের দেওয়ালে আমরা যোগার বিভিন্ন ছবি রেখেছিলাম। সেখানে কিউআর কোডও রয়েছে। কেউ মোবাইলে সেই কোড স্ক্যান করলে ওই আসনের উপকারিতার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।” ক্রীড়াবিভাগে মোদীর উৎসাহের কথাও এ দিন উল্লেখ করেছেন অঙ্কিত। মোদী লক্ষ্য করেছেন, “স্বচ্ছতার জন্য গোটা দেশে একটি ভাইব তৈরি হয়েছে। ছোট-বড় সকলের মধ্যেই আমি সেটা লক্ষ্য করেছি।” সবশেষে অঙ্কিতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।