Vande Bharat Express: আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর, ট্রেনে উঠে গান শুনলেন নমো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 10, 2023 | 6:05 PM

আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর, মুম্বই থেকে আরও দুটি রুটে চালু হল সেমি-হাইস্পিডের এই ট্রেন।

Vande Bharat Express: আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রীর, ট্রেনে উঠে গান শুনলেন নমো
বন্দে ভারত এক্সপ্রেসে কচিকাঁচাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য: এএনআই।

Follow Us

মুম্বই: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) কেবল সূচনা নয়, ট্রেনে উঠে স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বললেন এবং তাদের গলায় গানও শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি স্টেশন। এদিন বিকালে ছত্রপতি শিবাজি স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে সেমি-হাইস্পিডের মুম্বই-সোলারপুর (Mumbai-Solapur) এবং মুম্বই-সিরডি (Mumbai-Sainagar Shirdi)- দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। ফলে এখন মুম্বই থেকে বস্ত্রনগরী সোলাপুর এবং অন্যতম তীর্থক্ষেত্র সিরিডি যাওয়া আরও সহজ হল। মহারাষ্ট্রবাসীকে এই দুটি ট্রেন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নিয়ে মোট ১০টি সেমি-হাইস্পিডের বন্দে ভারত ট্রেন পেল দেশবাসী।

জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে মুম্বই থেকে ৪৫৫ কিলোমিটার দূরত্বের বস্ত্রনগরী সোলাপুর মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে। বর্তমানে সুপারফার্স্ট ট্রেনে এই দূরত্ব পৌঁছতে সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা। অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে মুম্বই থেকে সোলাপুর পৌঁছতে ১ ঘণ্টা সময় বাঁচছে। অন্যদিকে,মুম্বই থেকে সাইনগর সিরডি ৩৪৩ কিলোমিটার দূরত্ব পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেসে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা ২৫ মিনিট। দুটি ট্রেনেরই ভাড়া অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেসের মতো রাখা হয়েছে।

মধ্য রেলের এক আধিকারিক জানান, মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১ হাজার টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২ হাজার ১৫ টাকা। আর ট্রেনে খাবার নিলে ক্যাটারিং খরচ বাবদ চেয়ার কারের ভাড়া হবে ১ হাজার ৩০০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে ২ হাজার ৩৬৫ টাকা।

অন্যদিকে, মুম্বই-সাইনগর সিরডি বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ৮৪০ টাকা ও এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১ হাজার ৬৭০ টাকা। এর সঙ্গে ক্যাটারিং পরিষেবা নিলে চেয়ার কারের ভাড়া হবে ৯৭৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে ১ হাজার ৮৪০ টাকা।

মুম্বই-সোলাপুর ও মুম্বই-সিরডি বন্দে ভারত এক্সপ্রেস দুটি মহারাষ্ট্রবাসীকে উপহার দেওয়া হল বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “মুম্বই, পুনে, নাসিক এবং সিরডি ও ত্রিম্বাকেশ্বরের তীর্থযাত্রীদের উপহার এই উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” এদিন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

প্রসঙ্গত, সামনেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট রয়েছে। তার আগে মুম্বই রুটে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ। এছাড়া এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বার মুম্বই এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত ১৯ জানুয়ারি মুম্বইয়ে এসে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকাঠামো হেল্থকেয়ার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী।

Next Article