জয়পুর: রাত পোহালেই ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। আর এবারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। বৃহস্পতিবার বিকালেই তিনি দেশে এসে পৌঁছেছেন। জয়পুরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তারপর তাঁর সঙ্গে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। রোড শোয়ের পর দেশে ‘ইতিহাস’ সৃষ্টি করা অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী মোদী। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জয়পুরের এক হস্তশিল্প মার্কেটে দাঁড়িয়ে রাম মন্দিরের রেপ্লিকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর হাসতে-হাসতে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছেন তিনি।
#WATCH | Rajasthan: Prime Minister Narendra Modi gifts a replica of Ram Mandir to French President Emmanuel Macron, in Jaipur. pic.twitter.com/l9K91lOOt8
— ANI (@ANI) January 25, 2024
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বিকালে জয়পুরে পৌঁছন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। তারপর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার সঙ্গে তিনি অম্বর ফোর্ট পরিদর্শন করেন এবং স্থানীয় শিল্পী ও ছাত্রদের সঙ্গে আলাপচারিতা করেন। এরপর যন্তর মন্তরে ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী এবং উভয় রাষ্ট্রনেতা সেখান থেকে জয়পুরের আইকনিক হাওয়া মহল পর্যন্ত রোড শো করেন। সেখানেই হস্তশিল্পের সামগ্রী কেনার সময় ইউপিআই সিস্টেমও ফ্রান্সের প্রেসিডেন্টকে বোঝান প্রধানমন্ত্রী। তারপর তাঁর হাতে রাম মন্দিরের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী মোদী।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের প্রায় ৮ হাজার অতিথি উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। এই রাম মন্দিরের উদ্বোধন দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পাশাপাশি গোটা বিশ্বের কাছেও অন্যতম নজির হয়ে উঠেছে এই রাম মন্দির ও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।