Draupadi Murmu: সাধারণতন্ত্র দিবসের ভাষণে রাম মন্দিরের প্রসঙ্গ টানলেন রাষ্ট্রপতি মুর্মু

Sukla Bhattacharjee |

Jan 25, 2024 | 9:51 PM

R-Day Speech: দেশবাসীর উদ্দেশে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজের উন্নয়নে ও জনকল্যাণে কার্পুরি ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেশের জন্য ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি।

Draupadi Murmu: সাধারণতন্ত্র দিবসের ভাষণে রাম মন্দিরের প্রসঙ্গ টানলেন রাষ্ট্রপতি মুর্মু
রাষ্ট্রপতি দ্রৌপুদী মুর্মু।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: রাত পোহালেই ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। রীতি মেনে বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাঁর সাধারণতন্ত্র দিবসের ভাষণে উঠে এল অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সময়কাল।”

এদিন দেশবাসীর উদ্দেশে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজের উন্নয়নে ও জনকল্যাণে কার্পুরি ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেশের জন্য ‘ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, “চলতি সপ্তাহের গোড়ায় আমরা নতুন রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হতে দেখেছি, যা ঐতিহাসিক।”

মহিলাদের অগ্রগতির কথাও সংসদের মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টিও এদিন সাধারণতন্ত্রের ভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহিলাদের ক্ষমতা প্রদানব শাসন প্রক্রিয়াকে আরও ভাল করতে সাহায্য করবে বলেও জানান তিনি। এছাড়া দেশের বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, দেশ এক উচ্চ পর্যায়ে আসীন হয়েছে।

ভারতকে ‘গণতন্ত্রের জননী’ উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “দেশ এখন অমৃতকালের সূচনায় রয়েছে। এটা পরিবর্তনের সময়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা। এই লক্ষ্য পূরণের জন্য প্রত্যেক নাগরিকের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”

Next Article