Vande Bharat Express: চেন্নাইয়ে আরও এক বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, করলেন রোড শো

এদিন ২,৪৩৭ কোটি টাকা ব্য়য়ে নির্মিত চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেন নমো।

Vande Bharat Express: চেন্নাইয়ে আরও এক বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, করলেন রোড শো
চেন্নাই-কোয়েম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য: এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 5:44 PM

চেন্নাই: আরও কাছাকাছি এল চেন্নাই-কোয়েম্বাত্তুর (Chennai-Coimbatore)। শনিবার আরও এক বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের পর বিকালে চেন্নাই-কোয়েম্বাত্তুর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। একইসঙ্গে এদিন ২,৪৩৭ কোটি টাকা ব্য়য়ে নির্মিত চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) নতুন টার্মিনালেরও উদ্বোধন করেন নমো। পাশাপাশি চেন্নাইয়ে একটি রোড শো (Road Show) করেন তিনি। প্রধানমন্ত্রীর রোড শো-এ উন্মুখ জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিন বিকালে ডা. এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে চেন্নাই-কোয়েম্বাত্তুর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন রবি, মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল. মুরুগান। চেন্নাই-কোয়েম্বাত্তুর প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সওয়ারি হয় স্কুল পড়ুয়ারা। তাদের হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী স্বয়ং। এই ট্রেনটির সূচনা হওয়ায় চেন্নাইয়ের সঙ্গে পশ্চিমের শিল্পাঞ্চল শহরে সর্বোচ্চ গতিতে ট্রেন যাত্রার সময় এক ঘণ্টারও বেশি কমল। রেল তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “দুই শহরের (চেন্নাই-তামিলনাড়ু) মধ্যে সংযোগকারী সর্বোচ্চ গতির ট্রেন এটি (বন্দে ভারত এক্সপ্রেস)। এবার সাড়ে ৫ ঘণ্টাতেই চেন্নাই থেকে তামিলনাড়ু পৌঁছে যাওয়া যাবে এবং এক ঘণ্টারও বেশি সময় কমল।”

PM Narendra Modi innagurates Chennai airport new terminal

চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি সৌজন্য: এএনআই।

অন্যদিকে, এদিন চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২,৪৩৭ কোটি টাকা ব্য়য়ে, ২.২০ লক্ষ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত চোখধাঁধানো এই টার্মিনালটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “এটি যেমন যোগাযোগের উন্নতি ঘটাবে, তেমন স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও সাহায্য করবে।” চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীধারণ ক্ষমতা যেমন বার্ষিক ২৩ মিলিয়ন থেকে বাড়িয়ে ৩৫ মিলিয়ন করা হয়েছে, তেমনই ১০০টি চেকিং কাউন্টার, ১০৮টি অভিবাসন কাউন্টার, ১৭টি সিঁড়ি, ১৭টি চলন্ত সিঁড়ি, ব্যাগ পুনরুদ্ধারের ৬টি বেল্ট রয়েছে। এই বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন রবি, মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল. মুরুগান।

বিমানবন্দর উদ্বোধনের পর চেন্নাইয়ে রোড শো করেন প্রধানমন্ত্রী। তবে এবার আর তিনি গাড়ির পাদানিতে দাঁড়াননি, গাড়ির সামনে বসে ভিতর থেকেই জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে রাস্তার দু-ধারে জনতার ঢল নেমেছিল। তাঁর গাড়িতে পুষ্পবৃষ্টিও করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর চেন্নাইয়ে রামকৃষ্ণ মঠের ১২৫ তম বার্ষিকীতেও যোগ দেন প্রধানমন্ত্রী।