Narendra Modi: ‘মুসলিমদের জন্য কিচ্ছু করেনি…’, এই দুই দলকে বিঁধে কড়া নিশানা মোদীর

Narendra Modi: একদিকে যেমন 'তোষণের রাজনীতি' নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ শানালেন, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের জন্য মোদীর সরকার কী কী যুগান্তকারী পদক্ষেপ করেছে, সেকথাও তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, 'এই দুটি দল সবসময় তুষ্টিকরণের রাজনীতি করে গিয়েছে। অন্যদিকে বিজেপিই দেশে মুসলিম মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য তিল তালাকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে।'

Narendra Modi: 'মুসলিমদের জন্য কিচ্ছু করেনি...', এই দুই দলকে বিঁধে কড়া নিশানা মোদীর
নরেন্দ্র মোদীImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Apr 22, 2024 | 5:24 PM

উত্তর প্রদেশ: উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তর প্রদেশের আলিগড়ে বিজেপির এক নির্বাচনী প্রচার সভায় থেকে ‘তোষণের রাজনীতির’ ইস্যুতে কংগ্রেস ও সপাকে তুলোধনা করলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো দলগুলি সবসময় তোষণের রাজনীতি করেছে। মুসলিমদের রাজনৈতিক, সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য কোনওদিন কিছু করেনি।’ উত্তর প্রদেশের যোগী রাজ্যে ভোটের প্রচারে গিয়ে এই ভাবেই বিরোধীদের বিঁধলেন মোদী।

একদিকে যেমন ‘তোষণের রাজনীতি’ নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ শানালেন, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের জন্য মোদীর সরকার কী কী যুগান্তকারী পদক্ষেপ করেছে, সেকথাও তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘এই দুটি দল সবসময় তুষ্টিকরণের রাজনীতি করে গিয়েছে। অন্যদিকে বিজেপিই দেশে মুসলিম মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য তিল তালাকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায়, অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গিয়েছে তিল তালাকের শিকার হয়ে। শুধু মেয়েদেরই নয়, তিন তালাকের জন্য সেই বাড়ির মেয়ে, তার বাবা-দাদা এবং গোটা পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে। এখন মোদী সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন এনে তাঁদের জীবন সুরক্ষিত করেছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে মুসলিম সমাজের মানুষজনের জীবন-যাত্রার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিনের সভা থেকে উত্তর প্রদেশের বিকাশে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘ বিজেপির জন্যই আজ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশের একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে উত্তর প্রদেশ।’