স্বাস্থ্যের ভবিষ্যৎ ও ভবিষ্যতের স্বাস্থ্য-উভয় নিয়েই চিন্তা করে ভারত: প্রধানমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 31, 2020 | 1:04 PM

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "সামনেই ভ্যাকসিন পাওয়া যাবে, তখন সেই ওষুধও নিতে হবে। আপাতত সমস্ত রকমের সাবধানতা ও নিয়ম পালন করতে হবে। নিজেকে সুস্থ রাখলেই দেশ সুস্থ থাকবে। তবেই ভারত বিশ্বস্বাস্থ্যের কেন্দ্র হয়ে উঠবে।"

স্বাস্থ্যের ভবিষ্যৎ ও ভবিষ্যতের স্বাস্থ্য-উভয় নিয়েই চিন্তা করে ভারত: প্রধানমন্ত্রী
ফাইল চিত্র।

Follow Us

রাজকোট: করোনা টিকা নিয়ে তিনি কতটা আশাবাদী, তা ফের একবার নিজেই মুখেই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গুজরাটের রাজকোটে এইমস(AIIMS)-র ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে দেশবাসীকে আশ্বাস দিয়ে বললেন, “দেশবাসীকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।”

আজ রাজকোটে (Rajkot) ভার্চুয়াল মাধ্যমেই অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (All India Institute of Medical Science) ভিত্তিপ্রস্থর (Foundation Stone) স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “রাজকোটের এই নতুন হাসপাতালে প্রায় ৫০০০ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। দেশে চিকিৎসা শিক্ষা বাড়ানোর আরও চেষ্টা করা হচ্ছে। গত ছয় বছরে এমবিবিএস-এ ৩১ হাজার আসন সংখ্যা বেড়েছে। পোস্ট-এমবিবিএস-এও ২৪ হাজার আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজ ভারতের কাছে ক্ষমতা রয়েছে। ২০২১ সালে আরও অনেক পদক্ষেপ করতে হবে।”

দেশের স্বাস্থ্য পরিষেবা ও আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প নিয়ে তিনি বলেন, “আয়ুষ্মান ভারত প্রক্লপের মাধ্যমে দেড় কোটি ভারতীয়দের প্রত্যেকের জন্য পাঁচ লক্ষ টাকা করে জীবনবিমা বরাদ্দ করা হয়েছে।বর্তমানে বড় বড় রোগের চিকিৎসাও বিনামূল্যে করা হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন দেশের গরীব মানুষেরা। আয়ুষ্মান ভারত প্রকল্প গরীব মানুষের আত্মবিশ্বাসের আরেকটি নাম।”

আরও পড়ুন: বর্ষশেষেও পিছু ছাড়ল না করোনা, নতুন স্ট্রেনে আক্রান্ত আরও ৫, বৃদ্ধি দৈনিক সংক্রমণেও

প্রধানমন্ত্রী আরও যোগ করে বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের পর সাধারণ মানুষ নিজের স্বাস্থ্য নিয়ে ভাবতে শুরু করেছে। সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ বিনামূল্যে বা নায্যমূল্যে ওষুধ পাচ্ছেন। দেশের মৃত্যুর হারও অনেক কমেছে। দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে তিনটি করে হাসপাতাল রয়েছে। ভারত স্বাস্থ্যের ভবিষ্যত ও ভবিষ্যতের স্বাস্থ্য-উভয় নিয়েই চিন্তা করে।”

করোনা সংক্রমণ নিয়েও দেশবাসীকে সতর্কবার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি আগে বলতাম, যতক্ষণ ওষুধ আসছে না, ততক্ষণ যেন ঢিলেমি না হয়। এখন আমাদের মন্ত্র হল, ওষুধও এবং সতর্কতাও। করোনা সংক্রমণ বাড়ছে, তাই সাবধান থাকুন। ২ গজ দূরত্ব বজায় রাখুন। ভারতে ভ্যাকসিন প্রস্তুতি প্রায় লগ্নে পৌঁছে গিয়েছে। গোটা দেশে ভ্যাকসিন নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে। কিছুদিনেই ভারতে তৈরি ভ্যাকসিন পাবেন দেশবাসীরা।”

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “সামনেই ভ্যাকসিন পাওয়া যাবে, তখন সেই ওষুধও নিতে হবে। আপাতত সমস্ত রকমের সাবধানতা ও নিয়ম পালন করতে হবে। নিজেকে সুস্থ রাখলেই দেশ সুস্থ থাকবে। তবেই ভারত বিশ্বস্বাস্থ্যের কেন্দ্র হয়ে উঠবে।”
করোনা মোকাবিলায় গুজরাটের প্রশংসা করতেও ভোলেননি প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “গুজরাটেও সংক্রমণ আটকাতে ও টিকাকরণের প্রস্তুতি নিয়ে ভাল কাজ হয়েছে। করোনার সঙ্গে লড়াই করতে সফল হয়েছে গুজরাট।”

আরও পড়ুন: উপদ্রুত ছত্তীসগঢ় নয়, রাজনীতির রঙে বাংলা-বিহারেই বেশি পুলিসি নিরাপত্তা, চমকপ্রদ পরিসংখ্যান

Next Article