Video: কেমন কাটালেন রাম মন্দিরে? ভিডিয়ো পোস্ট করে স্মৃতিচারণা নমো-র

PM Modi at Ram Temple: রাম মন্দিরে বক্তৃতা শেষে সমগ্র রাম মন্দির চত্বর ঘুরে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে করজোড়ে প্রণাম জানান প্রধানমন্ত্রী মোদী। নিজে ঝুড়ি নিয়ে লাল গোলাপের পাপড়ি নিয়ে পুষ্পবৃষ্টিও করেন। তারপর মাথা নীচু করে, করজোড়ে সকলকে প্রণাম জানিয়ে রাম মন্দির ছাড়েন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে মন্দির চত্বর ছাড়া পর্যন্ত এক অনন্য নজির সৃষ্টি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Video: কেমন কাটালেন রাম মন্দিরে? ভিডিয়ো পোস্ট করে স্মৃতিচারণা নমো-র
রামলালাকে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 1:46 PM

নয়া দিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। তিথি মেনে ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার। আর তার সঙ্গেই এক নতুন কালচক্র শুরু হল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্ত থেকে সেখানে উপস্থিত অতিথি-সহ দেশবাসীর উদ্দেশে বক্তৃতা ও পরিশেষে সকলের প্রতি প্রণাম নিবেদন করার ঝলক ভিডিয়োর মাধ্যে টুইট পোস্টে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট-পোস্টটি দেখলেই বোঝা যাবে, রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে দেশবাসীর উন্মাদনা কতটা ছিল। যদিও রাম মন্দির চত্বরে মাত্র কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু, সকলে যেভাবে রাম নামে উল্লসিত হয়ে ওঠেন, প্রধানমন্ত্রী মোদী যখন বিগ্রহের মুকুট হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন, উপস্থিত অতিথিবৃন্দের চোখ দিয়ে যেভাবে অশ্রুধারা নেমে আসে, তার থেকেই রাম মন্দির নিয়ে দেশবাসীর আবেগ যে কতটা গভীর, তা স্পষ্ট হয়ে ওঠে।

অযোধ্যা মন্দিরে প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের ভিতরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে যান, সেই সময় হেলিকপ্টার থেকে মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি হয়। ঝরে পড়ে লাল গোলাপের পাপড়ি। তারপর মাহেন্দ্রক্ষণ অনুযায়ী দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিতর প্রবেশ করেন এবং বিশেষ পুজো-অর্চনার মাধ্যমে দুপুর ১২টা ২৯ মিনিটে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে রামলালার পায়ে পদ্ম নিবেদন করে পুষ্পার্ঘ্য দেন। পুজো শেষে সাষ্ঠাঙ্গে রামলালাকে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রামলালাকে সাষ্ট্রাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দির চত্বরে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ এক অলৌকিক মুহূর্তের সাক্ষী হল জানিয়ে তিনি বলেন, “আজ দীর্ঘ প্রতীক্ষার শেষ হল। হাজার বছর পরেও লোকে আজকের এই মুহূর্তের চর্চা করবে। এটা সামান্য সময় নয়, এক অলৌকিক মুহূর্তের সাক্ষী হল দেশ। নতুন ইতিহাসের সূচনা করল দেশ।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “অতীত থেকে ভাল সময়ের দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। সঠিক দিশায় যাচ্ছে কালচক্র।” রাম মন্দির উদ্বোধনের পর এবার প্রত্যেককে নিজের অন্তরাত্মা, চেতনাকে বিস্তার করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

large image- PM Narendra Modi

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বক্তৃতা শেষে সমগ্র রাম মন্দির চত্বর ঘুরে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে করজোড়ে প্রণাম জানান প্রধানমন্ত্রী মোদী। নিজে ঝুড়ি নিয়ে লাল গোলাপের পাপড়ি নিয়ে পুষ্পবৃষ্টিও করেন। তারপর মাথা নীচু করে, করজোড়ে সকলকে প্রণাম জানিয়ে রাম মন্দির ছাড়েন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে মন্দির চত্বর ছাড়া পর্যন্ত এক অনন্য নজির সৃষ্টি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।