PM Narendra Modi: নিজামাবাদকে ‘হলুদের শহর’ গড়ে তোলার প্রতিশ্রুতি মোদীর

Telangana Election rally: একসময়ে তেলঙ্গানার নির্মল জেলা খেলনা উৎপাদন ও রফতানির জন্য বিখ্যাত ছিল। সেই প্রসঙ্গ তুলেও এদিন বিআরএস সরকারকে তোপ দাগেন নরেন্দ্র মোদী। বিজেপি ক্ষমতায় এলে নির্মল জেলায় খেলনা শিল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: নিজামাবাদকে 'হলুদের শহর' গড়ে তোলার প্রতিশ্রুতি মোদীর
নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 10:36 PM

হায়দরাবাদ: হলুদ চাষের অন্যতম ক্ষেত্র হল তেলঙ্গানা (Telangana) । এবার তেলঙ্গানায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে সেই হলুদ চাষকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তেলঙ্গানার হলুদকে জিআই ট্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, তেলঙ্গানার নিজামাবাদকে ‘হলুদের শহর’ (Turmeric city( গড়ে তোলার পাশাপাশি এই রাজ্যে ন্যাশনাল টারমারিক বোর্ড করার প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে KCR নেতৃত্বাধীন সরকারকে ‘গরিবের শত্রু’ বলেও কটাক্ষ করলেন তিনি।

তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের প্রচারে এদিন নির্মল জেলায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকেই বিআরএস সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। প্রতিশ্রুতির গ্যারান্টি দিয়ে মোদী বলেন, “কেসিআর গরিবের শত্রু এবং তাদের ঘর দখল করে রেখেছে। তবে বিজেপি তেলঙ্গানায় সরকার গড়বে এবং সেই সমস্ত ঘর গরিবদের দেওয়া হবে। এটা মোদীর গ্যারান্টি।” একইসঙ্গে বিজেপি নিজামাবাদকে ‘হলুদের শহর’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানকার হলুদ জিআই ট্যাগ পেলে তেলঙ্গানার হলুদ চাষিরা উপকৃত হবেন।”

একসময়ে তেলঙ্গানার নির্মল জেলা খেলনা উৎপাদন ও রফতানির জন্য বিখ্যাত ছিল। সেই প্রসঙ্গ তুলেও এদিন বিআরএস সরকারকে তোপ দাগেন নরেন্দ্র মোদী। বিজেপি ক্ষমতায় এলে নির্মল জেলায় খেলনা শিল্প পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। ৫ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে তেলঙ্গানাতেই শেষ নির্বাচন। ইতিমধ্যে চার রাজ্যের ভোট সম্পন্ন। এবার তেলঙ্গানায় শেষ দফার প্রচারে কোনও খামতি রাখতে নারাজ বিজেপি। বাকি চার রাজ্যের সঙ্গেই তেলঙ্গানার ভোটের ফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর।