PM Narendra Modi: বিদ্যুতের বিলের টাকাতেই সুরক্ষিত করুন মেয়ের ভবিষ্যত, উপায় বাতলে দিলেন খোদ প্রধানমন্ত্রী

এই বিদ্যুৎ প্রকল্পে উপকৃত জগসীভাই সুতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, "আগে ৫-৬ হাজার টাকা বিল আসত, এবার ১ হাজার টাকা কম বিল এসেছে। মোট ৭৫ হাজার টাকার সঞ্চয় হয়েছে। আগামী ২ বছরে বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। সরকারের তরফেও আর্থিক সাহায্য মিলেছে।"

PM Narendra Modi: বিদ্যুতের বিলের টাকাতেই সুরক্ষিত করুন মেয়ের ভবিষ্যত, উপায় বাতলে দিলেন খোদ প্রধানমন্ত্রী
উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: X
Follow Us:
| Updated on: Sep 18, 2024 | 2:23 PM

আহমেদাবাদ: বিদ্যুতের খরচ সামলাতে হিমশিম খান অনেকে। সেখানেই সাধারণ মানুষকে স্বস্তি দিতেই কেন্দ্রীয় সরকার এনেছে এক নতুন প্রকল্প। সৌরবিদ্যুৎ বা সোলার পাওয়ার এই প্রকল্পের নাম পিএম সূর্য ঘর মুফ্ত বিজলি যোজনা। এই সৌরবিদ্যুৎ প্রকল্পে একে তো বিদ্যুতের খরচ কমে, পাশাপাশি সরকারি আর্থিক সাহায্যও মেলে। এবার এই প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে পরিবেশের প্রতি সতর্ক হওয়ার বার্তাও দিলেন।

সম্প্রতি গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগসীভাই সুতারের বাড়িতে যান। তাঁর বাড়িতেও বসানো হয়েছে সোলার প্যানেল। সরকারি এই প্রকল্পের অংশ তারা কীভাবে উপকৃত হয়েছেন, সে সম্পর্কেই জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই বিদ্যুৎ প্রকল্পে উপকৃত জগসীভাই সুতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন, “আগে ৫-৬ হাজার টাকা বিল আসত, এবার ১ হাজার টাকা কম বিল এসেছে। মোট ৭৫ হাজার টাকার সঞ্চয় হয়েছে। আগামী ২ বছরে বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। সরকারের তরফেও আর্থিক সাহায্য মিলেছে।”

আরেক উপভোক্তা বলেন, “আগে তিনটে ফ্যান চালাতেও ভয় লাগত, এখন এসি চালাই।” প্রধানমন্ত্রী তাঁর কথা শুনেই হেসে ফেলেন। ওই ব্যক্তি আরও বলেন, “আগে প্রতি মাসে ২৫০০-৩০০০ টাকা বিল আসত, এই মাসে সেই বিল তো আসেইনি, বরং ১০৪০ টাকা পেয়েছি। অর্থাৎ ৭ হাজার টাকা লাভ হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “সরকার যে ফ্রি বিদ্যুৎ প্রকল্পের সুবিধা দিচ্ছে, তা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার।” তিনি বলেন যে অন্য কোনও রাজনৈতিক দল নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দেয়। সরকারি খাজানা খরচ করে শুধু প্রচারই করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের একদিকে যেমন সরকারি তহবিল থেকে অর্থও খরচ করেনি, তেমনই জনগণের উন্নয়নও করেছে।

বাড়িতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের যে খরচ বাঁচবে, তা কীভাবে পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করতে পারে, তাও বাতলে দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ধরুন আপনার ৪ হাজার টাকা বিল আসত। ওষুধের খরচ ১ হাজার। আপনার মেয়ের জন্য আপনি যদি এই টাকা ফিক্সড ডিপোজিট করেন, তবে বছরেই ৬০ হাজার টাকা জমবে। মেয়ে প্রাপ্তবয়স্ক হলে ১০-১২ লাখ টাকা থাকবে, যা আপনার মেয়ের পড়াশোনা, বিয়ের খরচ করা যাবে।”