PM Modi in Uttar Pradesh: উপকৃত হবেন ২৯ লক্ষ কৃষক, ৪ দশক ধরে আটকে থাকা প্রকল্প ৪ বছরেই শেষ করলেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 11, 2021 | 1:29 PM

PM Modi in Uttar Pradesh: ১৯৭৮ সালে এই প্রকল্পের কাজ শুরু হলেও অর্থাভাবে তা শেষ করা যায়নি। প্রধানমন্ত্রী মোদীর জমানায় মাত্র ৪ বছরেই এই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।

Follow Us

নয়া দিল্লি: উত্তর প্রদেশের কৃষকদের কৃষিকাজে বিশেষ সাহায্য করতে সরায়ু নহর জাতীয় প্রকল্পের (Saryu Nahar National Project) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, শনিবারই তিনি উত্তর প্রদেশে (Uttar Pradesh) যাচ্ছেন। সেখানে বলরামপুর জেলায় তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর দফতরের (PMO) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ৬৬২৩ কিলোমিটার দীর্ঘ এই খাল প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে জল সরবরাহ নিশ্চিত করবে। এরফলে রাজ্যের নয়টি জেলার প্রায় ২৯ লক্ষ কৃষক (Farmers) উপকৃত হবেন। নতুন এই সেচ ব্যবস্থায় বাহরিচ, শ্রবস্তী, গোন্দা, বলরামপুর, সিদ্ধার্থনগর, বসতি, সন্ত কবীর নগর, গোরক্ষপুর ও মহারাজগঞ্জের কৃষকরা নিজেদের ক্ষেতে সরাসরি জল সরবরাহ পাবেন।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ১৯৭৮ সালে এই প্রকল্পের কাজ শুরু করা হলেও অর্থাভাব, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় না থাকা ও পর্যাপ্ত নজরদারি না হওয়ায়, চার দশক বাদেও সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পরই পুনরায় এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯৮০০ কোটি টাকার এই প্রকল্পে বিগত ৪ বছরেরই কেন্দ্রের তরফে ৪৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়টি উল্লেখ করে টুইটে লেখেন, “যে প্রকল্প বিগত চার দশক ধরে অপূর্ণ হয়ে ছিল, তার কাজ চার বছরেই শেষ করা হয়েছে।”

সরায়ু নহর প্রকল্প কী?

এই প্রকল্পের অধীনে ঘাঘরা, সরায়ু, রাপ্তি, বানগঙ্গা ও রোহিনী নদীর মধ্য়ে সংযোগ স্থাপন করা হয়েছে, এরফলে যে অঞ্চলগুলির উপর দিয়ে এই নদীগুলি প্রবিহিত হয়েছে, সেখানের কৃষকরা পর্যাপ্ত নদীর জল ব্যবহার করার সুযোগ পাবেন। ৩১৮ কিমি দীর্ঘ প্রধান খালের সঙ্গে মোট ৬৬০০ কিমি দীর্ঘ বিভিন্ন ছোট খাল যুক্ত করা হয়েছে।

এই প্রকল্পে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে চাষের জন্য জল সরবরাহ করা হবে। এরফলে উত্তর প্রদেশের ৬২০০টিরও বেশি গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক উপকৃত হবেন। উত্তর প্রদেশের মূলত উত্তর ভাগের কৃষকরাই চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ জল না পাওয়ায় খরার ভুক্তভোগী হন। দীর্ঘ কয়েক দশক ধরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষা করছিলেন তারা। অবশেষে এই প্রকল্প চালু হওয়ায় চাষের জমির মান আরও উন্নত এবং আরও বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যাবে বলেই জানিয়েছেন কৃষকরা।

উত্তর প্রদেশ সরকারের তরফেও জানানো হয়েছে, এই প্রকল্পে কেবল কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিই হবে না, একইসঙ্গে আগামী বছরের মধ্যে কৃষকদের আয়ও দ্বিগুণ হয়ে যাবে।

আরও পড়ুন: Kerala Bird Flu Cases: একদিনেই নিধন ১২ হাজার হাঁস, বার্ড ফ্লু আতঙ্কে সংক্রমিত এলাকায় প্রবেশেও জারি নিষেধাজ্ঞা 

নয়া দিল্লি: উত্তর প্রদেশের কৃষকদের কৃষিকাজে বিশেষ সাহায্য করতে সরায়ু নহর জাতীয় প্রকল্পের (Saryu Nahar National Project) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, শনিবারই তিনি উত্তর প্রদেশে (Uttar Pradesh) যাচ্ছেন। সেখানে বলরামপুর জেলায় তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর দফতরের (PMO) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ৬৬২৩ কিলোমিটার দীর্ঘ এই খাল প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে জল সরবরাহ নিশ্চিত করবে। এরফলে রাজ্যের নয়টি জেলার প্রায় ২৯ লক্ষ কৃষক (Farmers) উপকৃত হবেন। নতুন এই সেচ ব্যবস্থায় বাহরিচ, শ্রবস্তী, গোন্দা, বলরামপুর, সিদ্ধার্থনগর, বসতি, সন্ত কবীর নগর, গোরক্ষপুর ও মহারাজগঞ্জের কৃষকরা নিজেদের ক্ষেতে সরাসরি জল সরবরাহ পাবেন।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ১৯৭৮ সালে এই প্রকল্পের কাজ শুরু করা হলেও অর্থাভাব, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় না থাকা ও পর্যাপ্ত নজরদারি না হওয়ায়, চার দশক বাদেও সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পরই পুনরায় এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৯৮০০ কোটি টাকার এই প্রকল্পে বিগত ৪ বছরেরই কেন্দ্রের তরফে ৪৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়টি উল্লেখ করে টুইটে লেখেন, “যে প্রকল্প বিগত চার দশক ধরে অপূর্ণ হয়ে ছিল, তার কাজ চার বছরেই শেষ করা হয়েছে।”

সরায়ু নহর প্রকল্প কী?

এই প্রকল্পের অধীনে ঘাঘরা, সরায়ু, রাপ্তি, বানগঙ্গা ও রোহিনী নদীর মধ্য়ে সংযোগ স্থাপন করা হয়েছে, এরফলে যে অঞ্চলগুলির উপর দিয়ে এই নদীগুলি প্রবিহিত হয়েছে, সেখানের কৃষকরা পর্যাপ্ত নদীর জল ব্যবহার করার সুযোগ পাবেন। ৩১৮ কিমি দীর্ঘ প্রধান খালের সঙ্গে মোট ৬৬০০ কিমি দীর্ঘ বিভিন্ন ছোট খাল যুক্ত করা হয়েছে।

এই প্রকল্পে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে চাষের জন্য জল সরবরাহ করা হবে। এরফলে উত্তর প্রদেশের ৬২০০টিরও বেশি গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক উপকৃত হবেন। উত্তর প্রদেশের মূলত উত্তর ভাগের কৃষকরাই চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ জল না পাওয়ায় খরার ভুক্তভোগী হন। দীর্ঘ কয়েক দশক ধরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষা করছিলেন তারা। অবশেষে এই প্রকল্প চালু হওয়ায় চাষের জমির মান আরও উন্নত এবং আরও বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যাবে বলেই জানিয়েছেন কৃষকরা।

উত্তর প্রদেশ সরকারের তরফেও জানানো হয়েছে, এই প্রকল্পে কেবল কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিই হবে না, একইসঙ্গে আগামী বছরের মধ্যে কৃষকদের আয়ও দ্বিগুণ হয়ে যাবে।

আরও পড়ুন: Kerala Bird Flu Cases: একদিনেই নিধন ১২ হাজার হাঁস, বার্ড ফ্লু আতঙ্কে সংক্রমিত এলাকায় প্রবেশেও জারি নিষেধাজ্ঞা 

Next Article