Narendra Modi: বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণে নয়া উদ্যোগ, ‘শ্রী অন্ন’-র প্রচারে মোদীর সঙ্গে ‘কোল্যাব’ গ্র্যামিজয়ী ফালুর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 11:27 PM

Narendra Modi: গানটি আজই অনলাইন প্লাটফর্মে প্রকাশ হয়েছে। সুন্দর এই গানটির জন্য ফালুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi: বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণে নয়া উদ্যোগ, শ্রী অন্ন-র প্রচারে মোদীর সঙ্গে কোল্যাব গ্র্যামিজয়ী ফালুর
নরেন্দ্র মোদী ও গায়িকা ফালু

Follow Us

নয়া দিল্লি: মিলেট জাতীয় শস্যের উপকারিতা ও বিশ্বব্যাপী ক্ষুধা-সমস্যা দূর করার ক্ষেত্রে এর যে সম্ভাবনাময় দিক রয়েছে, তার প্রচারে শুরু থেকেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি গ্র্যামিজয়ী গায়িকা ফালুর সঙ্গে মিলেট জাতীয় শস্যের উপকারিতা নিয়ে একটি গানের কোল্যাবও করেছেন নমো। ফালুর (Falu) আসল নাম ফাল্গুনী শাহ। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা। সম্প্রতি ফালু ও তাঁর স্বামী গৌরব শাহ মিলে ‘অ্যাবান্ড্যান্স ইন মিলেটস’ (Abundance in Millets) নামে একটি গান প্রস্তুত করেছেন। গানটি আজই অনলাইন প্লাটফর্মে প্রকাশ হয়েছে। সুন্দর এই গানটির জন্য ফালুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে গ্র্যামিজয়ী গায়িকাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন,’এটি একটি ভীষণ সুন্দর উদ্যোগ। শ্রী অন্ন বা মিলেটে প্রচুর স্বাস্থ্যগুণ ও উপকারিতা রয়েছে। এই গানের মাধ্যমে সৃজনশীলতার সঙ্গে মিলে মিশে গিয়েছে খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি।’ আজ গানটি প্রকাশের পর ফালুও টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিলেট জাতীয় শস্যের উপকারিতা প্রচারের উদ্যোগকে তুলে ধরেছেন। ফালু লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালকে বিশ্ব মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করার যে প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে দিয়েছেন, তার থেকেই ‘অ্যাবান্ড্যান্স ইন মিলেটস’ গানটি অনুপ্রেরিত। তাঁর সঙ্গে কাজ করে, মিলেটের প্রচারে একটি গান লিখে, কৃষকদের বিকাশে এবং বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণে সাহায্য করতে পেরে আমি ধন্য।’

ফালুর জন্ম এ দেশেই। বাণিজ্যনগরী মুম্বইয়ে। মিলেট নিয়ে এই গানটি প্রকাশের আগে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফালু বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ও আমার স্বামী গৌরব শাহের সঙ্গে মিলে একটি গান লিখেছেন।’ গ্র্যামিজয়ী আরও জানিয়েছিলেন, ইংরেজি ও হিন্দি উভয় ভাষার মিশ্রণ রয়েছে এই গানে। ফালুর কথায়, এই গান মিলেট জাতীয় শস্যের গুরুত্বকে বিশ্বব্যাপী সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেবে। ফালুর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, এই গানটি মিলেট জাতীয় শস্যের বিষয়ে সচেতনতা আরও বাড়িয়ে বিশ্বব্যাপী ক্ষুধা সমস্যা কমিয়ে আনতে এক নতুন দিকের সন্ধান দেবে।’

Next Article