PM Narendra Modi: ‘রাজনীতিতে সততার প্রতীক’ দীনদয়াল উপাধ্যায়ের ৭২ ফুটের মূর্তি উন্মোচন করলেন নমো
Narendra Modi: জন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আজ দিল্লিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আজ ভাষণ দেওয়ার সময় নমো মনে করিয়ে দিলেন, কীভাবে সমাজের একেবারে নীচুতলার মানুষের কথাকে তুলে ধরতেন দীনদয়াল উপাধ্যায়।
নয়া দিল্লি: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ৭২ ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীনদয়াল উপাধ্যায়ের ১০৭তম জন্মবার্ষিকীতে সোমবার রাজধানীর বুকে এই বিশাল মূর্তি উন্মোচিত হয়। এদিন মূর্তি উন্মোচনের সময় প্রধানমন্ত্রী বললেন, দীনদয়াল উপাধ্যায়ের এই মূর্তি দেশবাসীকে রাজনীতির প্রতি ‘সততার’ কথা মনে করাবে। জন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আজ দিল্লিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আজ ভাষণ দেওয়ার সময় নমো মনে করিয়ে দিলেন, কীভাবে সমাজের একেবারে নীচুতলার মানুষের কথাকে তুলে ধরতেন দীনদয়াল উপাধ্যায়।
দিল্লিতে বিজেপির সদর দফতরের ঠিক উল্টোদিকেই যে পার্কটি রয়েছে, সেখানে দীনদয়াল উপাধ্যায় মার্গের পাশে স্থাপন করা হয়েছে এই বিশাল মূর্তি। প্রধানমন্ত্রী বললেন, “গত নয় বছরে, আমরা সমাজের সর্বনিম্ন স্তরের লোকদের উন্নতির জন্য কাজ করেছি। এই মূর্তিটি রাজনীতিতে সততার প্রতীক হিসেবে উঠে আসবে এবং মানুষকে জীবনে স্বচ্ছভাবে থাকার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেবে।” উল্লেখ্য, রাজস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিতে একটি সংগ্রহশালাও তৈরি করা হয়েছে। এদিন দেশবাসীর উদ্দেশে নমোর বার্তা, সময় করে তাঁরা যেন একবার সেই সংগ্রহশালা ঘুরে দেখেন।
রাজস্থানে যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন এই সংগ্রহশালা তৈরি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বললেন, “আমার সৌভাগ্য যে আমি সেই সংগ্রহশালা ঘুরে দেখতে পেরেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারও একবার ঘুরে দেখুন। আজ দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচনের সময়েও প্রধানমন্ত্রী নমো স্মরণ করিয়ে দিলেন ঐতিহাসিক মহিলা বিলের কথা। সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পাশ হয়েছে উভয় কক্ষে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, রাজনীতিতে মহিলারা সমানভাবে না থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণতা পায় না।