AIADMK-BJP: গত দুই দশকে বারবার উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে এআইএডিএমকে-বিজেপি জোট
AIADMK-BJP alliance: লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, সোমবার (২৫ সেপ্টেম্বর), বড় ধাক্কা খেয়েছে এনডিএ জোট। বিজেপি তথা এনডিএ-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগাম বা এআইএডিএমকে। তবে, তামিলনাড়ুর রাজনীতিতে এই ধরনের ঘটনা প্রথম ঘটল না। সেই জয়ললিতা-অটলবিহারী বাজপেয়ীর সময় থেকেই বারংবার উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে এই দুই দলের সম্পর্ক।
চেন্নাই: লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, সোমবার (২৫ সেপ্টেম্বর), বড় ধাক্কা খেয়েছে এনডিএ জোট। বিজেপি তথা এনডিএ-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্রা কাজগাম বা এআইএডিএমকে। তামিলনাড়ুতে, এনডিএ জোটের প্রধান রাজনৈতিক শক্তি ছিল এআইএডিএমকে। কাজেই ধাক্কাটা নিঃসন্দেহে গুরুতর। বস্তুত, গত কয়েক মাস ধরেই দুই রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক চলছিল। নড়বড়ে হয়ে গিয়েছিল জোট। বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই প্রায়শই এআইএডিএমকে-র বিরুদ্ধে মন্তব্য করেছেন। দুই দল থেকেই বহু নেতা-কর্মী শিবির বদল করেছেন। তবে, তামিলনাড়ুর রাজনীতিতে এই ধরনের ঘটনা প্রথম ঘটল না। সেই জয়ললিতা-অটলবিহারী বাজপেয়ীর সময় থেকেই বারংবার উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে এই দুই দলের সম্পর্ক –
১৯৯৮-এ প্রথম জোট
১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এআইএডিএমকে। ৩৯ আসনের মধ্যে ৩০টিতে জয় পেয়েছিল জয়ললিতা দল। ওই বছরই প্রথম বিজেপির সঙ্গে জোট গড়েছিল এআইএডিএমকে। তবে, এই সম্পর্ক বেশিদিন টেকেনি। অটল বিহারী বাজপেয়ী সরকারের কাছে দুটি দাবি জানিয়েছিলেন জয়ললিতা। প্রথম, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়, তামিলনাড়ুর ডিএমকে সরকারকে বরখাস্ত করতে হবে। বাজপেয়ী দুটি দাবির একটিও মানতে রাজি হননি। ফলে, এনডিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন তৎকালীন এআইএডিএমকে সুপ্রিমো। মাত্র এক ভোটে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হয়েছিল বাজপেয়ী সরকার।
২০০৪-এ ফের কাছাকাছি
২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে, ফের কাছাকাছি এসেছিল বিজেপি-এআইএডিএমকে। জোট গঠন করে নির্বাচনে লড়েছিল দুই দল। বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মেনে নিয়েছিলেন জয়ললিতা। তবে, নির্বাচনের পর এনডিএ সরকারে যোগ দেওয়ার বিষয়ে তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি-এআইএডিএমকে জোট। তামিলনাড়ুতে একটিও আসনে জিততে পারেনি কোনও দলই। নির্বাচনের পরই ভেঙে গিয়েছিল জোট। এরপর ২০০৯ এবং ২০১৪ সালের নির্বাচনে এককভাবে লড়েছিল এআইএডিএমকে। ২০০৯-এ ১২ এবং ২০১৪-এ ৩৭ আসনে জয়ী হয়েছিল তারা। অন্যদিকে বিজেপিও ২০১৪ সালে দক্ষিণী রাজ্যটিতে একটি আসনে জিতেছিল।
২০১৯-এ ফের জোট
২০১৬ সালে, জয়ললিতার মৃত্যুর পর, এআইএডিএমকে এক অভূতপূর্ব নেতৃত্ব সংকটের সম্মুখীন হয়েছিল। জয়ললিতার পর কে দলের দায়িত্ব নেবেন, তা নিয়ে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়। এক বছরের মধ্যে তিন-তিনজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ফের এনডিএ-তে ফিরে এসেছিল এআইএডিএমকে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে জোট বেঁধে লড়েছিল। দুই রাজ্যের মোট ৪০ আসনে মধ্যে এআইএডিএমকে মাত্র ১টি আসনে জয় পেয়েছিল। বিজেপি কোনও আসন জিততে পারেনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয় এই জোটের। রাজ্যের ২৩৪ আসনের মধ্যে মাত্র ৬৬ট আসনে জিতেছিল এআইএডিএমকে আর বিজেপি জিতেছিল মাত্র চারটি আসনে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল ডিএমকে।
এবার আবার ছাড়াছাড়ি হয়ে গেল এই দুই দলের। দক্ষিণ ভারতে এআইএডিএমকেই এনডিএ-র সবথেকে বড় জোট শরিক ছিল। ফলে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে, বিজেপিকে নতুন করে দক্ষিণ ভারতের কৌশল সাজাতে হবে।