PM Modi: নেতাজিকে নিয়ে ‘মনের কথা’ বলতে গিয়ে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী, কী বললেন মোদী?

Jan 19, 2025 | 10:49 PM

PM Modi: ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। ২০২১ সাল থেকে ওইদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। নেতাজির কথা বলতে গিয়ে কলকাতায় তাঁর বাড়ি পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi: নেতাজিকে নিয়ে মনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী, কী বললেন মোদী?
নেতাজিকে নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

Follow Us

নয়াদিল্লি: আর চারদিন পর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার আগে দেশের যুব সমাজকে নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এ স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা তুলে ধরেন তিনি। কলকাতায় নেতাজির বাড়ি পরিদর্শনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন।

সাধারণত প্রতি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানুয়ারির শেষ রবিবার এবার প্রজাতন্ত্র দিবস পালন হবে। সেজন্য এ মাসের তৃতীয় রবিবারই ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদী। এবার ১১৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। ২০২৫ সালে প্রথমবার। সেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন কুম্ভমেলা ও জাতীয় ভোটার দিবস নিয়েও আলোচনা করেন।

২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। ২০২১ সাল থেকে ওইদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। নেতাজির কথা বলতে গিয়ে কলকাতায় তাঁর বাড়ি পরিদর্শনের কথা উল্লেখ করেন মোদী। বলেন, “কয়েক বছর আগে তাঁর বাড়ি গিয়েছিলাম আমি। ওই বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালান। যে গাড়িতে করে পালিয়েছিলেন, তা এখনও সেখানে রয়েছে। তাঁর বাড়িতে যাওয়ার স্মৃতি আমার কাছে স্পেশাল।”

এই খবরটিও পড়ুন

প্রধানমন্ত্রী আরও বলেন, “মাত্র ২৭ বছর বয়সে কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছিলেন তিনি। তারপর মেয়র হন। প্রশাসক হিসেবে অনেক ভাল কাজ করেছেন।” আজাদ হিন্দ রেডিয়োয় নেতাজির বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন বলে বলেন মোদী। দেশের যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশের যুবসমাজের কাছে আমার অনুরোধ, যত বেশি সম্ভব তাঁর সম্পর্কে পড়ুন। তাঁর জীবন থেকে অনুপ্রেরণা নিন।”

 

Next Article