গুজরাটে হলেও এই প্রথম কৃষকদের সঙ্গে মুখোমুখি প্রধানমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 15, 2020 | 1:43 PM

গুজরাটের কচ্ছে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে আজ একদিনের সফরে নিজের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

গুজরাটে হলেও এই প্রথম কৃষকদের সঙ্গে মুখোমুখি প্রধানমন্ত্রী
ফাইল চিত্র।

Follow Us

গান্ধীনগর: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যখন কৃষকরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথা ঘোষণা করেছে, ঠিক তখনই বৈঠকে বসার কথা জানালেন প্রধানমন্ত্রী, তাও আবার নিজের রাজ্যের কৃষকদের সঙ্গে। এতদিন ভার্চুয়াল মাধ্যমে কৃষি আইন (Farm Laws) নিয়ে কথা বললেও এই প্রথম কৃষকদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন তিনি।

মঙ্গলবার কৃষকদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে নয়, গুজরাটের কচ্ছ (Kach) জেলার কৃষক গোষ্ঠীর সঙ্গে দেখা করবেন তিনি।

গুজরাটের কচ্ছে  বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে আজ একদিনের সফরে নিজের রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে একটি পুনর্নবীকরণ শক্তি পার্ক, দুধ ও সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত করার প্রকল্পের সূচনা করবেন তিনি।

মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করে ভারত-পাক সীমান্তের লখপত তালুকাতে বসবাসকারী শিখ কৃষকদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: করোনার জেরে বাতিল শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশনেই খুলবে সংসদের দ্বার

চলতি বছরেই কেন্দ্র যে নয়া তিনটি কৃষি আইন চালু করেছে, তা প্রত্যাহারের দাবিতে বিগত ২০ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা আন্দোলন করছে (Farmers Protest)। কেন্দ্রের তরফে কৃষকদের স্বার্থ রক্ষার আশ্বাস দেওয়া হলেও কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সম্প্রতি এক সম্মেলনে জানান, কৃষি আইনের মাধ্যমে আদতে দেশের কৃষকদেরই লাভ হবে। বাজারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কাছেও উৎপাদিত ফসল বিক্রির অতিরিক্ত সুযোগ পাবেন কৃষকরা।

তবে প্রধানমন্ত্রীর আশ্বাসবাণীতেও মন গলেনি কৃষকদের। গতকাল তাঁরা কৃষি আইনের প্রতিবাদে অনশন রাখেন। কৃষকদের সমর্থনে অনশন রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। লাগাতার অনশন শুরু করার কথা বলেছেন সমাজ সংস্কারক অন্না হাজারেও (Anna Hazare)।

আরও পড়ুন: এবার ছড়াচ্ছে মারণ ছত্রাক সংক্রমণ! দৃষ্টিশক্তি হারাচ্ছেন অনেকে, দিল্লিতে মৃত ৫

Next Article