করোনার জেরে বাতিল শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশনেই খুলবে সংসদের দ্বার
কৃষি আইন নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) জরুরি অধিবেশনের আয়োজন করার অনুরোধ করে চিঠি দেন। সেই চিঠির জবাবেই এই সিদ্ধান্ত জানায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
নয়া দিল্লি: আদৌই শীতকালীন অধিবেশন হবে কিনা, তা নিয়ে যাবতীয় জল্পনার অবসান হল আজ। করোনা (COVID-19) সংক্রমণের জেরে এবার শীতকালীন অধিবেশন (Winter session of Parliament) হবে না, মঙ্গলবার তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi) চিঠি দিয়ে জানান, সংক্রমণ রুখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একেবারে সরাসরি জানুয়ারি মাসে বাজেট অধিবেশন (Budget Session)-র জন্যই খুলবে সংসদের দরজা। যদিও বিরোধী দল কংগ্রেস(Congress)-র অভিযোগ, অধিবেশন বাতিলের সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হয়নি।
নতুন কৃষি আইন নিয়ে উত্তাল দেশ। সেই বিতর্কিত আইন নিয়ে আলোচনার জন্যই কংগ্রেসের লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) জরুরি অধিবেশনের আয়োজন করার অনুরোধ করে চিঠি দেন। সেই চিঠির জবাবেই প্রহ্লাদ জোশী জানান, প্রতিটি দলের নেতৃত্বদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বাদল অধিবেশনে রাজি হলেও শীতকালীন অধিবেশন না হওয়ার পক্ষেই সায় দিয়েছেন অধিকাংশ নেতা।
অধীর রঞ্জন চৌধুরীকে দেওয়া চিঠিতে মন্ত্রী বলেন,” সংক্রমণ রুখতে শীতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইসময়েই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পায়। যেমন বিশেষত দিল্লিতে শীত পড়তেই বেড়েছে আক্রান্তের সংখ্যা।”
আরও পড়ুন:এবার ছড়াচ্ছে মারণ ছত্রাক সংক্রমণ! দৃষ্টিশক্তি হারাচ্ছেন অনেকে, দিল্লিতে মৃত ৫
তিনি আরও বলেন,”বর্তমানে আমরা ডিসেম্বর মাসের মাঝে রয়েছি এবং খুব শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। অধিবেশন আয়োজন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা অধিবেশন আয়োজন না করার পক্ষেই সম্মতি জানিয়েছে। সরকার দ্রুত সংসদের পরবর্তী অধিবেশন চালু করতে চায়। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২১ সালের জানুয়ারি মাসে বাজেট অধিবেশন করাই শ্রেয়।”
চিঠি পাওয়ার পরই কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইট করে জানান, সরকার সত্য লুকাচ্ছে। রাজ্য সভার প্রধান বিরোধী নেতা গুলাম নবি আজাদের সঙ্গে অধিবেশনের আয়োজন নিয়ে কোনও কথাই হয়নি বলে তিনি দাবি করেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাদল অধিবেশন (Monsoon Session)-র আয়োজন করা হলেও বহু সাংসদ করোনা আক্রান্ত হওয়ায় অধিবেশন বাতিল করে দেওয়া হয়। অধিবেশন শুরুর আগেই লোকসভার ১৭ জন সদস্য ও রাজ্যসভার ৮ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। অধিবেশন শুরুর পর আরও কয়েকজন সাংসদ করোনা আক্রান্ত হন। সংসদের অধিকাংশ সদস্যেরই বয়স ৬৫ বছরের বেশি হওয়ায় তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি, এই মর্মেই চলতি বছরে শীতকালীন অধিবেশন বাতিলের ঘোষণা করল কেন্দ্র।
আরও পড়ুন: শুভেন্দুকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চাইছে কেন্দ্র: সূত্র