দেশে নিম্নমুখী করোনার রেখাচিত্র! একদিনে আক্রান্ত ২২ হাজার

পশ্চিমবঙ্গে একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ। রাজধানী দিল্লিতেও কমল সংক্রমণের হার। প্রায় তিনমাস পর দৈনিক সংক্রমণের হার কমিয়ে রেকর্ড গড়ল দিল্লি। করোনায় এখনও আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৬৫।

দেশে নিম্নমুখী করোনার রেখাচিত্র! একদিনে আক্রান্ত ২২ হাজার
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 1:42 PM

নয়া দিল্লি:  ক্রমশই স্বস্তি বাড়ছে দেশের করোনা(COVID-19) পরিসংখ্যানে। বাড়ছে সুস্থতার হার। কমছে সক্রিয় রোগীর (Active Patient) সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা(COVID-19) আক্রান্ত হয়েছেন ২২,০৬৫। অর্থাৎ, এখন দেশে মোট করোনা আক্রান্ত, ৯৯,০৬,১৬৫। পাশাপাশি, বিগত একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১২,৭৬৬। সারা দেশে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩,৩৯,৮২০।

দেশে(India) মোট করোনা(COVID-19) মুক্ত হয়েছেন ৯৪,২২,৬৩৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫৪ জন। যার দরুন দেশে এখন মোট করোনার(COVID-19) বলি ১,৪৩,৭০৯ জন। রবিবার, স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনু্যায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮,৮৪,১০০।

আরও  পড়ুন: এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে যেতে পারে ব্যাকটেরিয়া! করোনা আবহে চাঞ্চল্যকর দাবি গবেষণায়

উৎসবের মরশুমের পর থেকেই নিম্নমুখী ছিল করোনার রেখাচিত্র। অক্টোবরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮.৩ লক্ষ। সেপ্টেম্বরে যা ছিল ২৬.২লক্ষ। অর্থাৎ,প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছিল সংক্রমণের হার। গত নভেম্বরেও সংক্রমণের হার ছিল নিম্নমুখী।

আরও পড়ুন : এবার ছড়াচ্ছে মারণ ছত্রাক সংক্রমণ! দৃষ্টিশক্তি হারাচ্ছেন অনেকে, দিল্লিতে মৃত ৫

করোনা রেখাচিত্র এক নজরে… •   ১৪ ডিসেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের হার বাড়লেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। •  গত ২৪ ঘণ্টায়, দেশে সক্রিয়  রোগীর সংখ্যা ১২,৭৬৬। দৈনিক আক্রান্তের সংখ্যা ২২,০৬৫। •  ১৩ ডিসেম্বর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে কমেছে দৈনিক সংক্রমণ। বেড়েছে সুস্থতার হার। •  পশ্চিমবঙ্গে একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ। রাজধানী দিল্লিতেও কমল সংক্রমণের হার। প্রায় তিনমাস পর দৈনিক সংক্রমণের হার কমিয়ে রেকর্ড গড়ল দিল্লি। করোনায় এখনও আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৬৫। •  এই মুহূর্তে, দেশে করোনা ভ্যাকসিনের(COVID-19 Vaccine) অনুমোদন চেয়ে আবেদন করেছে তিনটি সংস্থা, সেরাম ইনস্টিটিউট(Serum Institute), ভারত বায়োটেক(Biotech)  এবং ফাইজ়ার(Pfizer)। •  সম্প্রতি করোনা টিকাকরণ নিয়ে নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। যেখানে, টিকাকরণের ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে এও বলা হয়েছে, পঞ্চাশ ও ষাটোর্ধ্ব নাগরিকদেরও টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ভোটার তালিকায় নাম থাকা আবশ্যিক।

আরও পড়ুন : বিনামূল্যে করোনা টিকা নির্বাচনী বিধিভঙ্গ নয়, ব্যাখ্যা দিলেন কেরলের মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ভারতে(India) ফাইজ়ারের পাশাপাশি কোভিশিল্ডের জরুরি ভিত্তিতে অনুমোদন চেয়েছে সেরাম ইন্সটিটিউট। ফাইজারের ট্রায়াল এখনও হয়নি। ভারতে ট্রায়াল চলছে স্পুটনিক-ভি-র, তাই ভারতেও স্পুটনিকের অনুমোদন চেয়ে আবেদন করার সম্ভাবনা খারিজ করে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ২০২১-এ ভারতে শুরু হতে পারে টিকাকরণের কর্মসূচি। ব্রিটেনে ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে করোনা টিকাকরণ (COVID-19 Vaccine)কর্মসূচি। ১৪ ডিসেম্বর, এশিয়ার সিঙ্গাপুরে প্রথম অনুমোদন পেল করোনা প্রতিষেধক ফাইজ়ার(Pfizer) ।