PM Narendra Modi: শুধু রাষ্ট্র পরিচালনা নয়, পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষাতেও সমান নজর থাকে মোদীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 17, 2023 | 5:40 PM

মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনই পরিবেশ ও বন্যপ্রাণের প্রতি তাঁর সহানুভূতির দেখা মিলেছে একাধিক ঘটনায়। তাঁর আমলেই গুজরাটের গির অরণ্যে সিংহের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। ভারত থেকে অবলুপ্ত হয়ে যাওয়া চিতাকে ফেরানোর জন্য আফ্রিকার দেশ থেকে চিতা নিয়ে আসা হয়েছে ভারতে।

PM Narendra Modi: শুধু রাষ্ট্র পরিচালনা নয়, পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষাতেও সমান নজর থাকে মোদীর
বন্যপ্রেমী নরেন্দ্র মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: জি২০ সম্মেলনে গোটা বিশ্ব দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধিনায়কত্ব। অধিনায়কত্বর পাশাপাশি তাঁর দূরদর্শিতা, দেশের মানুষের প্রতি ভালবাসা, দেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে মোদীর আপ্রাণ চেষ্টার সাক্ষী কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু এর পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির রক্ষার বিষয়েও সমান সচেতন নরেন্দ্র মোদী। সে জন্যই তাঁর সরকারের আমলে পরিবেশ এবং বাস্তুতন্ত্র রক্ষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ উদ্যোগের পিছনে সরাসরি ভূমিকা রয়েছে মোদীর।

জানা যায়, পরিবেশ এবং পশু-পাখিদের প্রতি মোদীর ভালবাসা ছোটবেলা থেকেই। মাত্র ১০ বছর বয়সে একটি বাচ্চা কুমিরকে শর্মিষ্ঠা লেক থেকে উদ্ধার করেছিলেন মোদী। এর পর যৌবনে দীর্ঘদিন হিমালয়ের বিভিন্ন প্রান্তে কাটিয়েছেন তিনি। এই সময়কালে পরিবেশের সঙ্গে সহাবস্থানের শিক্ষা প্রকৃতির থেকেই নিয়েছেন মোদী।

মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনই পরিবেশ ও বন্যপ্রাণের প্রতি তাঁর সহানুভূতির দেখা মিলেছে একাধিক ঘটনায়। তাঁর আমলেই গুজরাটের গির অরণ্যে সিংহের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। ভারত থেকে অবলুপ্ত হয়ে যাওয়া চিতাকে ফেরানোর জন্য আফ্রিকার দেশ থেকে চিতা নিয়ে আসা হয়েছে ভারতে। মধ্য প্রদেশে কুনো ন্যাশনাল পার্কে রয়েছে সেই সব চিতারা। চিতাগুলিকে জঙ্গলে ছাড়ার দিন মোদীর ভূমিকা প্রত্যক্ষ করেছিল গোটা দেশ। এ ছাড়াও বিভিন্ন সময়ে বন্যপ্রাণের কাছাকাছি দেখা গিয়েছে মোদীকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল সফরে গিয়েছেন। তা দেখে অনেকেই বলেছিলেন, প্রকৃতির খুব কাছাকাছি থাকা মানুষ না হলে এই কাজ করা সম্ভব নয়।

বন্যপ্রাণ রক্ষার জন্যও একাধিক উদ্যোগ নিয়েছেন মোদী। দূষণের কবল থেকে পরিবেশকে রক্ষার জন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এমনকি সদ্যসমাপ্ত জি২০ সম্মেলনেও গ্রিন এনার্জির পক্ষে সওয়াল করেছেন মোদী। এ ছাড়াও কখনও জাপান সফরে গিয়ে মাছকে খাবার খাওয়ানো, কখনও হাতির কাছে গিয়ে আদর করা। এ সব ছবি প্রমাণ করে প্রাণী, প্রকৃতি নিয়ে মোদীর ভালবাসা ও সচেতনতা। এবং তাদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগও নজর কাড়ে।

Next Article