Firing Incident: বক্স বন্ধ করতে বলায় গুলি প্রতিবেশীর, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 10, 2023 | 12:07 PM

Pregnant Died: প্রতিবেশীর গুলিতে মৃত্যু হওয়া ওই মহিলার নাম রঞ্জু। হরিশ নামের এক ব্যক্তি তাঁকে গুলি করেন বলে অভিযোগ।

Firing Incident: বক্স বন্ধ করতে বলায় গুলি প্রতিবেশীর, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার
প্রতীকী ছবি।

Follow Us

নয়াদিল্লি: প্রতিবেশীর বাড়িতে চলছিল হইহুল্লোড়। তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্স সিস্টেম। তারই প্রতিবাদ করেছিলেন এক মহিলা। অন্তঃসত্ত্বা ওই মহিলাকে তারস্বরে চলা বক্স বন্ধ করতে বলেছিলেন। তাতেই ক্ষিপ্ত হন তাঁর প্রতিবেশী। রাগে গুলি চালান অন্তঃসত্ত্বার উপরে। এর জেরেই গর্ভপাত হয়েছে ওই মহিলার। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। রবিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। দিল্লির সিরসাপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। ৩ এপ্রিল এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে মামলাও দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত তাঁর যে বন্ধুর বন্দুক থেকে গুলি করেছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেশীর গুলিতে মৃত্যু হওয়া ওই মহিলার নাম রঞ্জু। হরিশ নামের এক ব্যক্তি তাঁকে গুলি করেন বলে অভিযোগ। ৩ এপ্রিল হরিশের বাড়িতে অনুষ্ঠান চলছিল। সে সময়ই তারস্বরে মাইক বাজানোর অভিযোগ ওঠে। তার প্রতিবাদ করাতেই হরিশ গুলি করে রঞ্জুকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা মহিলার গর্ভপাত হয়। যদিও তাঁর অবস্থা জটিল ছিল। ভর্তি দিন কয়েক পর মৃত্যু হয় ওই মহিলার।

পুলিশ জানিয়েছে, হরিশ অমিত নামে তাঁর এক বন্ধুর বন্দুক ব্যবহার করে গুলি চালিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রঞ্জু থাকেন হরিশের উল্টোদিকে। ৩ এপ্রিল মাইকের শব্দ কমাতে বলায়। হরিশ তাঁর বন্ধুর থেকে বন্দুক নিয়ে বাড়ির ব্যালকনি থেকেই গুলি ছোড়ে। সেই গুলিই লেগেছিল রঞ্জুর গায়ে। এই ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। হরিশ ও তাঁর বন্ধু অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত মহিলার বাড়ি বিহারে। তাঁর স্বামী শ্রমিকের কাজ করেন। দিল্লিতে ভাড়া থাকেন তাঁরা।

Next Article