President Elections 2022 : রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম সংসদ-বিধানসভা, ক্রস ভোটিং ওড়িশার কংগ্রেস বিধায়কের
President Elections 2022: আগামী ২১ জুলাই ভোটগণনা ও ফল প্রকাশ হবে। ২৫ জুলাই শপথগ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট।
আজ রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে রামনাথ কোবিন্দের। তাঁর উত্তরসূরি কে হবেন, তা ঠিক করা হবে আজই। ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র মনোনীত প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। আজ সকাল ১০টা থেকেই শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা অবধি। সংসদের পাশাপাশি প্রতিটি রাজ্যের বিধানসভাতেও ভোটগ্রহণ চলবে।আগামী ২১ জুলাই ভোটগণনা ও ফল প্রকাশ হবে। ২৫ জুলাই শপথগ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট।
LIVE NEWS & UPDATES
-
ভোট দিয়ে বিজয়ের প্রতীক দেখালেন এন বীরেন সিং
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ভোট দিয়েই বিজয়ের চিহ্ন দেখালেন তিনি।
Manipur CM N Biren Singh shows victory sign after casting his vote for the #PresidentialElections in Imphal pic.twitter.com/sxogWCmFfN
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন কংগ্রেসের নেতারা
ভোট দিলেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে ভোট দিলেন।
Delhi | Congress MPs Sonia Gandhi, Shashi Tharoor, and Mallikarjun Kharge cast their votes for the Presidential polls pic.twitter.com/7KoiIkOMGE
— ANI (@ANI) July 18, 2022
-
-
ভোট দিলেন রাহুল
দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Delhi | Congress MP Rahul Gandhi casts his vote for the Presidential elections pic.twitter.com/J9LE2hKmiQ
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
West Bengal CM Mamata Banerjee arrives at the State Assembly in Kolkata to cast her vote for the #PresidentialElections pic.twitter.com/iEo8uweSLy
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন কেসিআর
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদে ভোট দিলেন।
Telangana CM K Chandrashekhar Rao casts his vote for #PresidentialElections in Hyderabad pic.twitter.com/uN5apC91to
— ANI (@ANI) July 18, 2022
-
-
ওড়িশার কংগ্রেস বিধায়ক ভোট দিলেন মুর্মুকে
ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মকিম এদিন ভোট দিয়ে বলেছেন, ‘আমি একজন কংগ্রেসের বিধায়ক। কিন্তু এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার মনের কথা শুনেছি। আমার হৃদয় মাটির জন্য কিছু করার কথা বলেছে। তাই আমি তাঁকে (দ্রৌপদী মুর্মু) ভোট দিয়েছি।’
-
ভোট দিলেন মাণ্ডব্য
দিল্লিতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, হরদীপ সিং পুরী, সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব ও এনসিপি নেতা শরদ পওয়ার।
Union Ministers Mansukh Mandaviya, Hardeep Singh Puri, Samajwadi Party’s Mulayam Singh Yadav and NCP chief Sharad Pawar cast their votes for the #PresidentialPolls in Delhi pic.twitter.com/awpERyDYvZ
— ANI (@ANI) July 18, 2022
-
যশবন্তকে আক্রমণ শিবপালের
বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে আক্রমণ করলেন প্রগতিশীল সমাজবাদী পার্টি প্রধান শিবপাল সিং যাদব। যশবন্ত সিনহা সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে ‘আইএসআই এজেন্ট’ বলেছিলেন। শিবপাল বলেন, “কট্টর সমাজবাদী পার্টি যে সব নেতারা নেতাজির মতাদর্শনে বিশ্বাসী তারা এই ধরনের প্রার্থীকে সমর্থন করতে পারবেন না।”
-
দ্রৌপদীকে ভোট এনসিপি বিধায়কের
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গুজরাটের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিধায়ক কান্ধল এস জাদেজা জানিয়েছেন, তিনি এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। এনসিপি বিধায়ক আগেই বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
-
জিতবেন দ্রৌপদী মুর্মুই, আশাবাদী হরিয়ানার মুখ্য়মন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিয়ে আশাবাদী হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর। এদিন তিনি বলেন, “আমি নিশ্চিত ২১ জুলাইয়ের ফলাফল দ্রৌপদী মুর্মুর সপক্ষেই হবে। আমরা ২৫ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেব। হরিয়ানা থেকে অশাতীত ভোট পাবেন তিনি।”
Haryana | I am sure the outcome on July 21 will be in favor of Droupadi Murmu. We will attend the oath-taking ceremony on July 25. From Haryana, we will get even more votes than we have counted for, in her favor: CM Manohar Lal Khattar pic.twitter.com/tYvJBz3fuD
— ANI (@ANI) July 18, 2022
-
দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে শিবসেনা: আদিত্য ঠাকরে
প্রথমে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহকে সমর্থনের কথা জানালেও, শেষ মুহূর্তে অবস্থান বদলে শিবসেনার তরফে জানানো হয়েছিল তারাও এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানাবে। আজ শিবসেনা নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য় ঠাকরেও জানান, শিবসেনা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানাচ্ছে। রাজনৈতিক নির্বাচনের থেকে রাষ্ট্রপতি নির্বাচন আলাদা এবং দেশের সর্বোচ্চ পদে কোনও যোগ্য প্রার্থীরই বসা উচিত। সেই কারণেই শিবসেনা দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
Maharashtra | In today’s Presidential election, Shiv Sena is supporting Draupadi Murmu. We believe that Presidential polls are different from any political election. It’s the highest post & vote should be cast for a suitable candidate. So, we took this decision: Aaditya Thackeray pic.twitter.com/oAY2K14lKh
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন কেজরীবাল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রাী অরবিন্দ কেজরীবাল।
Delhi CM Arvind Kejriwal casts his vote for the Presidential election, at Delhi Assembly. pic.twitter.com/rikMFXanJ5
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন কেরলের মুখ্যমন্ত্রী
রাষ্ট্রমন্ত্রী নির্বাচনে ভোট দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ দিন তিনি রাজ্য বিধানসভায় ভোট দেন।
Kerala Chief Minister Pinarayi Vijayan casts his vote for the Presidential election, at the State Assembly in Thiruvananthapuram. pic.twitter.com/7NxGRMIn81
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির সংসদ ভবনে তিনি ভোট দেন।
Delhi | Union Home Minister Amit Shah cast his vote for the Presidential election, at Parliament. pic.twitter.com/BKINSA0WZy
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি জানান, রাজ্যের সমস্ত সাংসদ-বিধায়করাই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।
Goa CM Pramod Sawant casts his vote in the election being held for the post of President of India in Goa assembly
“100% of people will cast votes for the Presidential elections from Goa. I am sure all votes will be cast for our candidate (Droupadi Murmu) from my state,” he says pic.twitter.com/xOFyK8hAke
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন যশবন্ত সিনহার ছেলে
বাবা রাষ্ট্রপতি পদপ্রার্থী। এদিন সকালেই সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এলেন বিজেপি সাংসদ তথা রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা।
Jayant Sinha – BJP MP and son of Opposition’s Presidential candidate Yashwant Sinha – casts his vote for the Presidential election, at the Parliament. pic.twitter.com/eqUbYf4Kgb
— ANI (@ANI) July 18, 2022
-
‘গণতন্ত্রকে বাঁচাতে…’, অগ্নিপরীক্ষার দিনেই ‘ভোটারদের’ কাছে আর্জি যশবন্তের
দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অগ্নিপরীক্ষায় দুই প্রার্থী মুখোমুখি। এনডিএ প্রার্থী আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু ও বিরোধীদের সর্বসম্মত প্রার্থী যশবন্ত সিনহা। সেই মাহেন্দ্রাক্ষণ উপস্থিত। দেশের সংসদে ও রাজ্যের বিধানসভায় সাংসদ ও বিধায়করা ভোট দিতে শুরু করেছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৫ টা পর্যন্ত। তার আগে সকাল সকাল সকল রাজনৈতিক দলের কাছে পুনরায় ভোটের আর্জি জানালনে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা।
বিস্তারিত পড়ুন :President Election 2022 : ‘গণতন্ত্রকে বাঁচাতে…’, অগ্নিপরীক্ষার দিনেই ‘ভোটারদের’ কাছে আর্জি যশবন্তের
-
ভোট দিলেন হেমা মালিনী
সংসদে ভোট দিতে এলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী।
BJP MP Hema Malini casts her vote to elect the new President of India, at the Parliament. pic.twitter.com/QSIcZhBkYz
— ANI (@ANI) July 18, 2022
-
হুইলচেয়ারে বসেই ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী
গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ মনমোহন সিং। তবু শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই হুইলচেয়ারে বসেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এলেন তিনি।
Former Prime Minister of India and Congress MP Manmohan Singh, after casting his vote in the election being held for the post of President of India in Parliament pic.twitter.com/pm4Bihza1Z
— ANI (@ANI) July 18, 2022
-
যশবন্ত সিনহাকেই ভোট দেব: অখিলেশ যাদব
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে উত্তর প্রদেশ বিধানসভায় এলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, “আমি যশবন্ত সিনহাকেই ভোট দেব। দেশে এমন একজন থাকা প্রয়োজন, যিনি সরকারকে অর্থনীতি নিয়ে অবগত করতে পারবেন। শ্রীলঙ্কার অবস্থাই দেখুন। তাই এমন একজন রাষ্ট্রপতি হওয়া দরকার যিনি সময় অনুযায়ী বলতে পারবেন।”
I’ll vote in the favor of Yashwant Sinha. There should be someone in the country who can tell the Govt the situation of the economy, from time to time. Look at Sri Lanka’s condition. So, there should be President who can say that from time to time: SP chief & MLA Akhilesh Yadav pic.twitter.com/IVm8ueIpdq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 18, 2022
-
ভোট দিলেন একনাথ শিন্ডে
রাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের বিধানসভায় ভোট দিলেন নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
Mumbai | Maharashtra CM Eknath Shinde votes in the 16th Presidential election pic.twitter.com/0YFeVTA3wD
— ANI (@ANI) July 18, 2022
-
পঞ্জাব ও হরিয়ানাতেও চলছে ভোট গ্রহণ
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে পঞ্জাব ও হরিয়ানা বিধানসভাতেও শুরু হয়েছে ভোটগ্রহণ।
Chandigarh | MLAs cast their votes for the Presidential election, at Punjab and Haryana Assemblies. pic.twitter.com/bZpNliI5Mn
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন অনুরাগ ঠাকুর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
Delhi | Union Minister and BJP MP Anurag Thakur casts his vote in the election being held for the post of President of India, in Parliament pic.twitter.com/EGPLZBOGdZ
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে দেহরাদুন বিধানসভা থেকে ভোট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Dehradun | Uttarakhand CM Pushkar Singh Dhami votes in the 16th Presidential election pic.twitter.com/B5yWLVjnjJ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 18, 2022
-
ভোট দিলেন নবীন পট্টনায়েক
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি আগেই জানিয়েছিলেন ওড়িশার ভূমিপুত্রী এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই তিনি সমর্থন জানাচ্ছেন।
Odisha CM Naveen Patnaik votes in the 16th Presidential election, at the State Assembly in Bhubaneswar. pic.twitter.com/lvGxtuct9i
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিতে আসছেন সাংসদরা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে একে একে আসছেন সাংসদ-মন্ত্রীরা। বিজেপি সাংসদ তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, হরদীপ সিং পুরী, সর্বানন্দ সোনওয়াল, অর্জুন মুন্ডা ইতিমধ্যেই সংসদে এসে পৌঁছেছেন।
Delhi | Union Ministers and BJP MPs S Jaishankar, Sarbananda Sonowal, Hardeep Singh Puri, and Arjun Munda arrived at Parliament Library Building.#Monsoon session of the Parliament commences today. Voting for the Presidential election will also take place from 10 am – 5 pm. pic.twitter.com/KSvVmfvQKK
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন স্ট্যালিনও
সদ্য করোনা আক্রান্ত হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন। ভর্তি ছিলেন হাসপাতালে। আজ চেন্নাইয়ে বিধানসভায় তিনিও ভোট দিলেন।
#WATCH Tamil Nadu CM MK Stalin casts vote in 16th Presidential election, in Chennai pic.twitter.com/fmFb9sdw49
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির সংসদ ভবনে তিনি ভোট দিলেন।
#WATCH Prime Minister Narendra Modi votes to elect new President, in Delhi#PresidentialElection pic.twitter.com/pm9fstL46T
— ANI (@ANI) July 18, 2022
-
বিধানসভায় ভোট দিতে লাইন দিলেন বিধায়করা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হাসি মুখেই লম্বা লাইনে দাঁড়ালেন রাজ্যের বিধায়করা।
West Bengal | MLAs show victory sign as they queue up in the State Assembly, Kolkata to cast their votes for the Presidential election. pic.twitter.com/UrO7qWRbm3
— ANI (@ANI) July 18, 2022
-
ভোট দিলেন যোগী আদিত্যনাথ
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে উত্তর প্রদেশ বিধানসভায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath casts vote to elect new President, in Lucknow#PresidentialElection pic.twitter.com/VDJ4WZIPp7
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 18, 2022
-
শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন
কড়া নিরাপত্তার মাঝেই শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা অবধি।
-
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
The polling will commence at 10 am and conclude at 5pm. All arrangements have been made for free & fair elections. Security arrangements in and around the Parliament & particularly the venue of the poll have been strengthened: PC Mody, Secy Gen, Rajya Sabha on Presidential poll pic.twitter.com/WkId5Onu2x
— ANI (@ANI) July 18, 2022
-
বিধানসভায় পৌঁছলেন শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতি নির্বাচন শুরু হওয়ার আগেই বিধানসভায় পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Kolkata | Leader of the Opposition Suvendu Adhikari arrives at West Bengal Assembly ahead of voting for the Presidential election today pic.twitter.com/PD7dQXhLDw
— ANI (@ANI) July 18, 2022
-
বিধানসভার উদ্দেশে রওনা দিলেন বিজেপি বিধায়করা
রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট দিতে হয়, তার শেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে গতকালই। ভোট কাটাকুটির ভয়ে রাজ্যের বিজেপি বিধায়কদের রাজারহাটের একটি হোটেলেই রাখা হয়েছিল। এ দিন সকালে তারা বিধানসভার উদ্দেশে রওনা দেন।
#WATCH | West Bengal BJP MLAs leave from The Westin Kolkata Rajarhat for the State Assembly.
Voting for the Presidential Election will be held from 10 am to 5 pm today. pic.twitter.com/KFBSYfbTQK
— ANI (@ANI) July 18, 2022
-
দ্রৌপদী মুর্মুর সমর্থনে ভোট চাইলেন মনোজ টিগ্গা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি নেতা মনোজ টিগ্গা বলেন, “স্বাধীনতার পর এই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন। আমরা সবাইকে আহ্বান করেছি ভোট দিতে। এখানে চাপ সৃষ্টির বিষয় নেই। আমরা তো কেবল আবেদনই করেছি।”
-
সংসদে ভোট দেবেন শিশির ও দিব্যেন্দু অধিকারী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। আজ দুপুর ১২টা নাগাদ তাঁরা সংসদ ভবনে ভোট দেবেন বলেই জানা গিয়েছে।
-
বিধানসভার উদ্দেশে রওনা দিলেন স্বপন মজুমদার
বিধানসভার উদ্দেশে রওনা দিলেন স্বপন মজুমদার। যাওয়ার আগে বললেন, ‘যারা পোলিং এজেন্ট আছে তাঁরা এক্ষুনি বের হচ্ছে। বাকি যাঁরা ভোট দান করবেন তাঁরা আরও এক ঘন্টা পর বের হবেন। এখানে ৬৮ জন আছি।’
-
নির্বাচনের আগে টুইটারেও ভোটের আর্জি বিরোধী প্রার্থীর
আজ রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ঘুরে ভোটের আর্জি জানিয়েছেন শাসক ও বিরোধী দলের মনোনীত প্রার্থীরা। গতকাল রাতেও টুইটারে শেষবার ভোটের আর্জি জানালেন বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। টুইটারে তিনি লেখেন, “অন্তরাত্মার ডাক শুনে আমায় ভোট দিন।”
कल राष्ट्रपति चुनाव से पहले वोट डालने जा रहे सभी सदस्यों से मेरी अपील:
अपनी अंतरात्मा की आवाज सुनें और मुझे वोट दें। pic.twitter.com/FawIxf1vas
— Yashwant Sinha (@YashwantSinha) July 17, 2022
-
ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে হবে জয়ী প্রার্থীকে
রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমানে ভোটের সংখ্যা ১০,৮৬,৪৩১। এর মধ্যে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতেই হবে জয়লাভ করার জন্য।
-
ভোট দেবেন সাংসদ ও বিধায়করা
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম অনুসারে কেবল নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিতে পারেন। এবারের নির্বাচনে রাজ্যসভার ২৩৩ সাংসদ ও লোকসভার ৫৪৩ সাংসদ মিলিয়ে সংসদের মোট ৭৭৬ সাংসদ ভোট দেবেন। এছাড়াও ৪৮০৯ বিধায়কও এই নির্বাচনে ভোট দেবেন।
-
সকাল ১০টা থেকে শুরু ভোটগ্রহণ
আজ সকাল থেকে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৫টা অবধি চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। সংসদ ও প্রতিটি রাজ্যের বিধানসভায় এই ভোটগ্রহণ পর্ব চলবে। ভোট দেবেন সাংসদ ও বিধায়করা।
-
আজ রাষ্ট্রপতি নির্বাচন
আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। তার আগেই শুরু হয়েছে উত্তরসূরি বাছাইয়ের কাজ। আজ হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন।
Published On - Jul 18,2022 6:27 AM