Extra Marital Affair: ভাইয়ের সঙ্গে পরকীয়া করছে স্ত্রী! এই সন্দেহ দু’জনকেই খুন করলেন স্বামী

Murder Case: পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর নাম অঞ্জলি (২৭)। স্ত্রীর সঙ্গে নিজের ভাইয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই অভিযুক্ত তাঁদেরকে খুন করেছেন বলে জানিয়েছেন।

Extra Marital Affair: ভাইয়ের সঙ্গে পরকীয়া করছে স্ত্রী! এই সন্দেহ দু’জনকেই খুন করলেন স্বামী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 8:30 AM

লখনউ: বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই স্ত্রীর উপর সন্দেহ করতেন স্বামী। মনে করতেন, স্ত্রীর সঙ্গে কারও বিবাহ বহির্ভূত সন্দেহ আছে। পরে তাঁর সন্দেহ হয়, নিজের ভাইয়ের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী। এই সন্দেহ থেকেই ক্রোধ জন্মায় তাঁর মনে। সেই ক্রোধের বশে স্ত্রী এবং নিজের ভাইকে খুন করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকিতে। স্ত্রী এবং নিজের ভাইকে খুনে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নিজের বাবাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এখনও তাঁর বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, পরকীয়া সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রী এবং ভাইকে খুন করা ব্যক্তির নাম বিজয় কুমার শুক্ল। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। স্ত্রীকে খুন করার পর ভাইয়ের সঙ্গে বচসা হয় তাঁর। তখন ভাইকে কুপিয়ে খুন করেন তিনি। পরে বাবার সঙ্গেও ঝামেলা হয় তাঁর। সে ঝামেলার সময় বাবার উপরও গুলি চালিয়ে ছিলেন তিনি। পাশাপাশি ধারাল অস্ত্রের কোপও মেরেছিলেন। এর পর নিজের গায়েও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁদের ২ জনেই হাসপাতালে স্থিতিশীল। তাঁদের চিকিৎসা চলছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

ঘটনা নিয়ে বারাবাঁকির পুলিশ সুপার অনুরাগ ভাট বলেছেন, “শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমরা খবর পাই, এক ব্যক্তি তাঁর বাড়ির থাদের বন্দুক নিয়ে উঠেছে। সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি ওই ব্যক্তির নিজের বাবা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। আমরা পৌঁছতেই ওই ব্যক্তি নিজেকেও গুলি করেন। ওই ব্যক্তি নিজের স্ত্রীকে খুনের কথাও স্বীকার করেছেন। ২ দিন আগে স্ত্রীকে খুন করে বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন তিনি। স্ত্রীর দেহও আমরা উদ্ধার করেছি।”

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর নাম অঞ্জলি (২৭)। স্ত্রীর সঙ্গে নিজের ভাইয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই অভিযুক্ত তাঁদেরকে খুন করেছেন বলে জানিয়েছেন। স্ত্রীকে ওই ব্য়ক্তি কী করে খুন করেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।