Crime: নাবালিকাকে ধর্ষণ করল স্বামী, মোবাইলে ছবি তুলল স্ত্রী!

Uttar Pradesh: সেই ঘটনার ভিডিয়ো সোশ্য়াল  মিডিয়ায় দেখতে পায় নাবালিকার পরিবার। তখনই গোটা ঘটনার কথা পরিবারের লোকেদের বলেন নির্যাতিতা। তার পরই ফৈজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে।

Crime: নাবালিকাকে ধর্ষণ করল স্বামী, মোবাইলে ছবি তুলল স্ত্রী!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 9:00 AM

লখনউ: গ্রামেরই এক নাবালিকাকে বাড়িতে ডেকেছিলেন স্বামী এবং স্ত্রী। বাড়িতে ডেকে নাবালিকার উপর নিজেদের বিকৃত যৌন লালসা চরিতার্থ করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করেছেন স্বামী। স্বামীর ধর্ষণ করার ভিডিয়ো নিজের মোবাইলে তুলেছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, ২ জনে পরিকল্পনা করেই এই কাজ করেছেন। তার পর সেই ভিডিয়ো তাঁরা আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এর পরই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয় থানায়। তার পর অভিযুক্ত স্বামী এবং স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এই নৃশংস ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বাদৌন জেলায়।

উত্তর প্রদেশের বাদৌন জেলার ফৈজগঞ্জ থানা এলাকার একটি গ্রামে থাকতেন ওই দম্পতি। এই গ্রামেই বাড়ি নির্যাতিতা নাবালিকার। এলাকার কাকু-কাকিমার ডাকে তাঁদের বাড়ি গিয়েছিল নির্যাতিতা নাবালিকা। সে ভাবতেও পারেনি কী অপেক্ষা করছিল সেখানে। বাড়িতে ডেকে ওই নাবালিকাকে খাবার খেতে দেন ওই মহিলা। তার পর বিভিন্ন অছিলায় তার পোশাক খুলতে উদ্যত হন মহিলা। এর পর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। তার পরই তাঁর স্বামী নাবালিকাকে যৌন নির্যাতন করতে শুরু করেন। তিনি সে সময় নিজের মোবাইলে সেই ঘটনার ভিডিয়ো তোলা শুরু করেন। ১২ জুলাই ঘটেছিল এই ঘটনা। এই ঘটনার কথা বাইরে কাউকে বললে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই দম্পতি। অত্যাচার সহ্য করে সে দিন বাড়ি ফিরে আসেন নাবালিকা।

এর দিন কয়েক পর সেই ঘটনার ভিডিয়ো সোশ্য়াল  মিডিয়ায় দেখতে পায় নাবালিকার পরিবার। তখনই গোটা ঘটনার কথা পরিবারের লোকেদের বলেন নির্যাতিতা। তার পরই ফৈজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে।