Modi attacks Rahul: ‘NDA চুরি করে দুটো I জুড়ে দিয়েছে’, INDIA জোট নিয়ে রাহুলকে খোঁচা মোদীর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 10, 2023 | 10:53 PM

Modi attacks Rahul: লোকসভায় বিরেোধী শিবিরের আনা অনাস্থ প্রস্তাব নিয়ে জোরকদমে চলছে আলোচনা। আগামী ১০ অগস্ট পর্যন্ত এই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলবে।

Modi attacks Rahul: ‘NDA চুরি করে দুটো I জুড়ে দিয়েছে’, INDIA জোট নিয়ে রাহুলকে খোঁচা মোদীর
তীব্র আক্রমণ মোদীর
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ‘NDA চুরি করে টিকে থাকার চেষ্টা করছেন। NDA-এর মধ্যে দুটো ‘I’ জুড়ে দিয়েছেন।’ লোকসভায় বক্তব্য রাখতেই এদিন এ ভাষাতেই একযোগে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও বিরোধী ইণ্ডিয়া জোটের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর নিয়ে দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। লোকসভায় বিরেোধী শিবিরের আনা অনাস্থ প্রস্তাব নিয়ে জোরকদমে চলছে আলোচনা। কিন্তু, মোদী কখন তাঁর জবাবি ভাষণ দেবেন সেদিকে নজর ছিল গোটা দেশেরই। বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই বিরোধীদের নিশানা করেন মোদী। শব্দ নিয়ে লোফালুফি খেলতে খেলতেই তীব্র আক্রমণ শানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। 

কংগ্রেসের সঙ্গে ইণ্ডিয়া জোটে থাকা অন্যান্য বিরোধী দলগুলিকে খোঁচা দিয়ে এদিন মোদী বলেন, “বিরোধী সঙ্গীদের বলছি আপনারা যাঁর পিছনে চলছেন তাঁর তো এই দেশের সংস্কারই ঠিক মতো জানা নেই। কিন্তু, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাঁদের আমি চিনি। তাঁরা দেশকে ভালই জানেন, দেশের মেজাজ বোঝেন।” এরপরই সরাসরি রাহুলের নাম না নিয়ে তীব্র কটাক্ষের সুরে বলেন, “মুখোশের আড়ালে থেকে শেষ পর্যন্ত যাঁরা ধোকা দেয় তাঁদের আসল রূপ সামনে এসেই যায়। যাঁর কেবল থাকার মধ্যে আছে একটা নাম। যে নামের উপর ভরসা করেই তিনি চলেছেন।”  

মোদীর দাবি, “উনি এমনই বিপদে পড়েছেন যে তা থেকে বাঁচতে এখন এনডিএ-র সাহায্য নিতে হচ্ছে। কিন্তু, আমিত্ব থেকে আর বের হতে পারছেন না। NDA-এর মধ্যে দুটো ‘I’ জুড়ে দিয়েছে। এর মধ্যে একটা ‘I’ ২৬ দলের অহংকার, আর একটা শুধু একটা পরিবারের অহংকার। নিজে বাঁচবে বলে এখন NDA চুরি করে নিয়েছে। ইন্ডিয়ারও টুকরো টুকরো করে দিয়েছে। এখন তো INDIA-র মধ্যে পাঁচটা ডট বসানো হচ্ছে।” 

Next Article