নয়া দিল্লি: আগামী ২৫ জুলাই শপথ নিতে চলেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draopadi)। রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) জায়গাতেই এবার তার উত্তরসূরি হিসাবে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে মসনদে বসতে চলেছেন দ্রৌপদী। এবার তার আগে বিদায়ী রাষ্ট্রপতির জন্য নৈশ্যভোজের আয়োজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর নৈশভোজে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত নানা বিশিষ্ট ব্যক্তি সহ অনেকেই।
এদিন দ্রৌপদী মুর্মুও কোবিন্দের জন্য বিদায়ী নৈশভোজে যোগ দেন। কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের নৈশ্যভোজে শুধুমাত্র দিল্লির নেতাদের ভিড় দেখা যায়নি। দেশেরে প্রায় সব প্রান্তের নেতারাই এদিন ভিডড করেন দিল্লিতে। দেখা যায় বহু আদিবাসী নেতাদের। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লাও এদিনের নৈশ্যভোজে যোগ দেন।উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে বড় ব্যাপক ব্যবধানে হারিয়ে বৃহস্পতিবার জয়লাভ করেন দ্রৌপদী। আগামী সোমবার তাঁর সংসদের সেন্ট্রাল হলে শপথ নেওয়ার কথা রয়েছে।