Priyanka Gandhi Vadra: পরিষ্কার থাকতে ভালোবাসেন, ঝাঁটা হাতে গেস্ট হাউসের ঘর সাফ করলেন প্রিয়াঙ্কা

Priyanka Gandhi Vadra: কংগ্রেস নেত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই উত্তর প্রদেশ সরকারকে ফের একবার নিশানায় নেওয়া শুরু করেছে হাত শিবির।

Priyanka Gandhi Vadra: পরিষ্কার থাকতে ভালোবাসেন, ঝাঁটা হাতে গেস্ট হাউসের ঘর সাফ করলেন প্রিয়াঙ্কা
ঝাঁটা হাতে ঘর সাফ করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল হল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 8:04 PM

লখনউ: হিংসা কবলিত লখিমপুর খেরি (Lakhimpur Kheri) এলাকায় যাওয়ার পথে রবিবার রাতেই পুলিশের হাতে আটক হতে হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে (Priyanka Gandhi Vadra)। সেই তাঁকে আজ দেখা গেল ঝাঁটা হাতে ঘর পরিষ্কার করতে। রাজধানী লখনউয়ের থেকে ৯০ কিলোমিটার দূরে সীতাপুর এলাকায় প্রিয়াঙ্কাকে যে ঘরে রাখা হয়েছিল, সেখানেই ঝাঁট দিয়ে ঘর সাফ করেন তিনি। সেই ভিডিয়োও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস নেত্রীর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই উত্তর প্রদেশ সরকারকে ফের একবার নিশানায় নেওয়া শুরু করেছে হাত শিবির।

রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন কৃষক। এর পর ওই এলাকায় হিংসা শুরু হয় যেখানে এখনও পর্যন্ত ৮ ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। স্বজনহারা কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য গতকাল লখিমপুর খেরি যাওয়ার পথেই আটক কর হয় কংগ্রেসের উত্তর প্রদেশের সাধারণ সম্পাদককে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, যেখানে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই ঘরটি নিজের হাতেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেত্রী জানান, “আমি আমার ঘর-দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি।”

প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, উত্তর প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেস নেত্রীকে থাকার জন্য যে ঘর দেওয়া হয়েছিল, তা ছিল নোংরা। তাই কারোর অপেক্ষা না করে প্রিয়াঙ্কা নিজেই সেটা সাফ করতে ঝাড়ু তুলে নেন। গোটা রাতই সেই অতিথিশালার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কার বিরুদ্ধে শারীরিকভাবে বলপ্রয়োগ করেছে উত্তর প্রদেশ পুলিশ।

গতকাল লখিমপুর পৌঁছনর আগেই সীতাপুরে প্রিয়াঙ্কাকে আটকায় পুলিশ। তখন তিনি আটকের নির্দেশনামা দেখার দাবি জানান। প্রিয়াঙ্কা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “যাঁদের আপনারা মেরে ফেলেছেন আমি তাঁদের থেকে বেশি বড় নই। আপনারা যে সরকারের পক্ষ নিচ্ছেন তার হয়ে আপনারা আমায় আটক করার সরকারি নির্দেশ দেখান। নাহলে আমি এখান থেকে নড়ব না এবং আপানারা আমায় স্পর্শও করতে পারবেন না।” আটকের নির্দেশনামা ছাড়া যদি তাঁকে গাড়িতে তোলা হয় তবে পুলিশের বিরুদ্ধে কিডন্যাপ করার অভিযোগও তিনি করবেন বলে জানান।

যদিও প্রিয়াঙ্কার সেসব হুমকিতে কাজ হয়নি। শেষ পর্যন্ত তাঁকে আটক করেই সীতাপুরের গেস্ট হাউসে নজরবন্দি করে রাখে প্রশাসন। তাঁর সঙ্গে থাকা আরেক কংগ্রেস নেতা দীপক হুডাকে শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: জামিন হল না বাদশাহ-পুত্রের! ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি রিমান্ডে আরিয়ান