পোশাক খুলিয়ে ভিডিয়ো রেকর্ড! IIT-BHU ক্যাম্পাসেই নির্যাতনের শিকার ছাত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 02, 2023 | 9:05 PM

IIT-BHU student molested: বৃহস্পতিবার (২ নভেম্বর), ক্যাম্পাসের রাজপুতানা হোস্টেলের কাছে বিক্ষোভ দেখান আইআইটি-বিএইচইউয়ের হাজার খানেক ছাত্রছাত্রী। ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। এই গুরুতর ঘটনার প্রেক্ষিতে এক মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই শ্লীলতাহানির ঘটনার জন্য যোগী আদিত্যনাথ সরকারের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস।

পোশাক খুলিয়ে ভিডিয়ো রেকর্ড! IIT-BHU ক্যাম্পাসেই নির্যাতনের শিকার ছাত্রী
বৃহস্পতিবার ক্যাম্পাস উত্তাল হল শিক্ষার্থীদের প্রতিবাদে
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: বারাণসীর আইআইটি-বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শ্লীলতাহানি শিকার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী! বুধবার রাতে মোটরসাইকেলে করে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। তাঁর সব পোশাক খুলে ফেলতে বাধ্য করা হয় এবং তাঁর নগ্ন শরীরের ভিডিয়ো রেকর্ড করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। তিন দুষ্কৃতীই বহিরাগত বলে দাবি করে, বৃহস্পতিবার (২ নভেম্বর), ক্যাম্পাসের রাজপুতানা হোস্টেলের কাছে বিক্ষোভ দেখান আইআইটি-বিএইচইউয়ের হাজার খানেক ছাত্রছাত্রী। ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। এই গুরুতর ঘটনার প্রেক্ষিতে এক মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই শ্লীলতাহানির ঘটনার জন্য যোগী আদিত্যনাথ সরকারের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে তিনি তার এক বন্ধুর সঙ্গে হোস্টেল থেকে বেরিয়েছিলেন তিনি। দুজনে ক্যাম্পাসের মধ্যেই হাঁটছিলেন। কারমান বাবা মন্দিরের কাছে এক জায়গায় আচমকা হাজির হয়েছিল বাইকআরোহী তিনজন। বন্ধুর থেকে আলাদা করে, ওই ছাত্রীকে তারা জোর করে ধরে নিয়ে যায় এক অন্ধকার কোণে। যাতে তার চিৎকার কেউ না শুনতে পায়, তার জন্য তাঁর মুখে কাপড় গুঁজে দিয়েছিল তারা। এরপরই ওই ছাত্রীকে নগ্ন করে তাঁর ভিডিয়ো রেকর্ড করে দুষ্কৃতীরা। মিনিট ১৫ পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ঠিকই, তবে, তার আগে ওই ছাত্রীর ফোন নম্বর নেয় দুষ্কৃতীরা।


নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, অর্থাৎ, কোনও মহিলার শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশ্যে আক্রমণ বা বলপ্রয়োগের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, তথ্য প্রযুক্তি আইনের বিধানের অধীনেও একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তবে, আসামিদের এখনও শনাক্ত করা যায়নি। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়ে, আইআইটি-বিএইচইউ কর্তৃপক্ষ নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আইআইটি-বিএইচইউ-এর রেজিস্ট্রার রাজন শ্রীবাস্তব নির্দেশ দিয়েছেন, ক্যাম্পাস প্রাঙ্গণের সমস্ত প্রবেশপথ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র বিএইচইউ-এর স্টিকার লাগানো যানবাহন এবং বিএইচইউ-এর পরিচয়পত্র-সহ ব্যক্তিদেরই প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এদিকে, এই ঘটনার দায় যোগী সরকারের ঘাড়েই ঠেলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বিএইচইউ ক্যাম্পাস এমনকি আইআইটি-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও কি এখন নিরাপদ নয়? প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার একজন ছাত্রীর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নির্ভয়ে চলাফেরা করা কি আর সম্ভব নয়? এদিন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিবাদে যোগ দেয় বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-ও। এবিভিপির বিএইচইউ শাখার নেতা অভয় সিং জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে।

Next Article