১৫ অগস্টে ‘কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস’ পালন করবে কৃষকরা, দেশজুড়ে হবে তিরঙ্গা মিছিলও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 05, 2021 | 12:15 PM

আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে তাঁরা ওইদিন কোনও পতাকা উত্তোলন করবেন না। বিজেপি নেতা ও তাদের জোটসঙ্গী দলগুলিকেও সমস্ত অনুষ্ঠান থেকে বয়কট করা হবে।

১৫ অগস্টে কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস পালন করবে কৃষকরা, দেশজুড়ে হবে তিরঙ্গা মিছিলও
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের পর এ বার স্বাধীনতা দিবস। ১৫ অগস্টকে কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস হিসাবে পালন করবে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকরা (Farmers Protest)। দেশজুড়ে তিরঙ্গা হাতে মিছিল (Tiranga March) করবে কৃষকরা, বুধবার এমনটাই জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা (Samyukta Kisan Morcha)।

৪০টি কৃষক সংগঠন নিয়ে তৈরি সংযুক্ত কিসান মোর্চার তরফে বুধবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “আগামী ১৫ অগস্ট সমস্ত কৃষক ও শ্রমিকরা প্রতিটি ব্লক, তহশিল, জেলার সদর দফতর থেকে কিসান মোর্চা বা ধর্ণা শুরু করবে। সাইকেল, বাইক, গরুর গাড়ি, ট্রাক্টরে করে এই মিছিল বের করবে। সকলের হাতে তিরঙ্গা থাকবে।”

আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, কৃষি আইনের প্রতিবাদে তাঁরা ওইদিন কোনও পতাকা উত্তোলন করবেন না। বিজেপি নেতা ও তাদের জোটসঙ্গী দলগুলিকেও সমস্ত অনুষ্ঠান থেকে বয়কট করা হবে।

এ দিকে, বাদল অধিবেশনের শুরু থেকেই দিল্লির জন্তর মন্তরে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিসান সংসদ শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা। বুধবার তা দশম দিনে পড়েছে। আগামিদিনে বায়ু দূষণ ও বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষিপণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের গারান্টি নিয়েও বিল পাস করা হবে এই সংসদে।

কেন্দ্রের তরফে আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছে আন্দোলনকারী কৃষকরা। গত বছরের নভেম্বর মাস থেকেই তারা দিল্লির তিন সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আরও পড়ুন: কোভিডে বাবা-মা হারানো শিশুদের জন্য ৫ লক্ষের স্বাস্থ্যবীমা, টাকা দেওয়া হবে পিএম কেয়ার থেকে

Next Article