পুনে: জেল হোক বা সংশোধনাগার, অপরাধীদের বন্দি করে রাখায় দস্তুর। প্রায়শই কুখ্যাত অপরাধীদের জেল থেকে পালানোর খবর সামনে আসে। অনেক ক্ষেত্রেই পুলিশ তাদের আবার গ্রেফতার করে জেল হাজতে ফিরিয়ে আনতে সক্ষম হয়, তবে অনেক ক্ষেত্রেই পালিয়া যাওয়া অপরাধী আবার নাগালের বাইরে বেরিয়ে যায়। কিন্তু পুলিশি হেফাজত থেকে এক অদ্ভূত কায়দায় আসামি পালানোর একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কেউ কেউ অবাক হয়ে বলেই ফেলেছেন ‘এও সম্ভব?’ সব থেকে অবাক করার মতো বিষয়, জেলের গারদ থেকে বেরোতে কোনও ধরনের যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই পালিয়ে গিয়েছিল ওই আসামি। পালানোর কায়দা দেখে চোখ কপালে উঠেছে পুলিশকর্মীদেরও।
এবার ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া যাক। মহারাষ্ট্রের পুনে জেলার চাকান থানায় এই ঘটনাটি ঘটেছে। ওই আসামি সহজেই জেল হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল। তবে পুলিশ তাঁকে পুনরায় গ্রেফতার করে থানায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। তবে ওই আসামি জেল থেকে পালানোয় থানার নিরাপত্তা নিয়ে পুলিশ দুশ্চিন্তার মুখে পড়ে গিয়েছিল। তাই ওই আসামি কী ভাবে পালিয়েছিল, সেই দৃ্শ্য তাঁকে অভিনয় করে দেখাতে বলেন পুলিশ আধিকারিকরা। ওই আসামি যা দেখান তাতে হতবাক হওয়া ছাড়া কোনও উপায় ছিলনা তাবড় পুলিশ কর্তাদের।
So a criminal had escaped from a lock up like this he was arrested & the police asked him to enact the entire scene. Here’s the video.
— Singh Varun (@singhvarun) March 22, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, পুনের ওই থানাতে বন্দিদের রাখার জন্য যে লকআপ রয়েছে, সেখান এক অদ্ভূত কায়দায় গারদের ফাঁক গলে সে জেলের বাইরে বেরিয়ে আসছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছিল। ছিপছিপে রোগা দেহ নিয়ে খুব সহজেই যে গারদের ফাঁক গলে বেরিয়ে আসা সম্ভব, তা বুঝতে পারেননি পুলিশ আধিকারিকরা। তাই সেই ঘটনার ভিডিয়ো তারা মোবাইল ক্যামেরাতে রেকর্ড করে রেখেছিলেন। থানা সূত্রে খবর, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই জেলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে।