নয়া দিল্লি: কৃষি আইন ও উত্তর প্রদেশের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)। মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী বলেন, “কৃষি আইন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে।”
সোমবারই পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তাঁকে কৃষি আইন প্রত্যাহারের জন্য অনুরোধ জানাবেন। মঙ্গলবার দিল্লিতে বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেন, “অমিত শাহজীর সঙ্গে কথা হয়েছে এবং আমি তাঁকে অনুরোধ করেছি কৃষি আইন প্রত্যাহার করেন নিতে। পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রুখতে পঞ্জাবের সঙ্গে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, তা বন্ধ করে দিতে বলেছি।”
লখিমপুরের হিংসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “উত্তর প্রদেশে যে বর্বরোচিত হত্য়ালীলা চালানো হয়েছে, তা আমরা কোনওভাবেই মানব না। আমাদের নেতাদের গ্রেফতার করার এই প্রক্রিয়াও বন্ধ করতে হবে। আমি ওনাকে অনুরোধ করেছি যতদ্রুত সম্ভব কর্তারপুর করিডর যেন খুলে দেওয়া হয়। তিনিও আমায় আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
দিল্লি যাওয়ার আগেই পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এই তিন কৃষি আইনকে যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে এবং লখিমপুরের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাও নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলব।” এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও তিনি কৃষি আইন প্রত্যাহারের অনুরোধ জানান।
এ দিকে, রবিবার লখিমপুরের ঘটনা ঘটার পরই সোমবার সেখানে যেতে চেয়েছিলেন চরণজিৎ সিং চন্নি। কিন্তু উত্তর প্রদেশ সরকারের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। এরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে লখিমপুর ইস্য়ুতে সোচ্চার হন। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার ও উপমুখ্য়মন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়াকে আটক করার প্রসঙ্গেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানান।
এ দিন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী লখিমপুর যাবেন বলে জানিয়েছেন। তার সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও যেতে পারেন। লখিমপুরে ১৪৪ ধারা জারি থাকায় রাজ্য সরকারের তরফে তাদের যাত্রায় অনুমতি দেওয়া হয়নি। তবুও তারা লখিমপুরে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, প্রিয়ঙ্কা গান্ধীও একইভাবে নিয়ম ভেঙে লখিমপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাঁকে মাঝপথেই আটক করে। এখনও অবধি তিনি সীতাপুরেই আটক রয়েছেন। কংগ্রেসের অভিযোগ, তাদের নেতৃত্বদের বিনা অপরাধে আটকে রাখা হচ্ছে।