Maharashtra Police: ‘মুখ্যমন্ত্রী হতে মতাদর্শ জলাঞ্জলি দিয়েছিলেন’, উদ্ধবকে তীব্র আক্রমণ শিন্ডে-ফড়নবীশের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 11, 2023 | 4:36 PM

সাংবাদিক সম্মেলনে করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেই সাংবাদিক সম্মেলন থেকে উদ্ধবকে আক্রমণ করেছেন ফড়নবীশ। সেই সঙ্গে উড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো তাঁরাই আসল শিবসেনা সে কথাও উদ্ধবকে মনে করিয়ে দিয়েছেন শিন্ডে।

Maharashtra Police: ‘মুখ্যমন্ত্রী হতে মতাদর্শ জলাঞ্জলি দিয়েছিলেন’, উদ্ধবকে তীব্র আক্রমণ শিন্ডে-ফড়নবীশের
ফড়নবীশ ও শিন্ডে

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রে ক্ষমতা বদল নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের নতুন করে অক্সিজেন জুগিয়েছে উদ্ধব ঠাকরে শিবিরকে। এর পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ শানিয়েছেন উদ্ধব। একনাথের পদত্যাগের দাবিও জানিয়েছেন। এর পরই সাংবাদিক সম্মেলনে করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেই সাংবাদিক সম্মেলন থেকে উদ্ধবকে আক্রমণ করেছেন ফড়নবীশ। সেই সঙ্গে উড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো তাঁরাই আসল শিবসেনা সে কথাও উদ্ধবকে মনে করিয়ে দিয়েছেন শিন্ডে। দেবেন্দ্র ফড়নবীশও আক্রমণ করেছেন উদ্ধব শিবিরকে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে একনাথ শিন্ডে পদত্যাগ করবেন না। এ নিয়ে উদ্ধবকে আক্রমণ করে ফড়নবীশ বলেছেন, “আজ উদ্ধব ঠাকরে বলছেন তিনি নৈতিকতার আলোকে পদত্যাগ করেছিলেন। উনি বিজেপির সঙ্গে জোট করে নির্বাচিত হয়েছিলেন। এর পর কংগ্রেস ও এনসিপি-র হাত ধরে সরকার গঠন করেছিলেন। তখন আপনার মতাদর্শ কোথায় ছিল? আপনি ক্ষমতার জন্য নৈতিকতা বিসর্জন দিয়েছেন। শিণ্ডে ক্ষমতা ছেড়ে আমাদের সঙ্গে বিরোধী শিবিরে ছিলেন মতাদর্শের তাগিদে।” এর পরই উদ্ধবকে আক্রমণ করে তিনি বলেছেন, “ঠাকরে মতাদর্শের কারণে পদত্যাগ করেননি, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছিলেন।” ‘সত্যের জয় হয়েছে’ বলেও দাবি করেছেন ফড়নবীশ।

এর পরই বিজেপির হাত ধরে শিণ্ডের নেতৃত্ব সরকার গঠন সঠিক পদ্ধতিতে হয়েছে বলে দাবি করেছেন ফড়নবীশ। এ ব্যাপারে তিনি বলেছেন, “আইন এবং সংবিধান মেনেই আমাদের সরগার গঠিত হয়েছিল। সু্প্রিম কোর্টের নির্দেশে তা প্রমাণ হয়েছে। অনেকেই আমাদের সরকারকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন। তাঁদের আজ শিক্ষা দিল সুপ্রিম কোর্ট।” একনাথ শিণ্ডে জানিয়েছেন, বালসাহেব ঠাকরের মতাদর্শ নিয়েই চলছেন তাঁরা। নির্বাচন কমিশনও তাতে মান্যতা দিয়েছে।

Next Article