নয়া দিল্লি : তৃতীয় ঢেউয়ের (Third Wave) পারা কমতে না কমতেই এবার গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও উুঁকি দিতে শুরু করেছে মারণ করোনার চতুর্থ ঢেউয়ের(Fourth Wave of Coronavirus) সম্ভাবনা। এদিকে ধীরে গতিতে হলেও গত কয়েক সপ্তাহ থেকে দিল্লি(Delhi) ও সংলগ্ন এলাকায় করোনা গ্রাফ একটানা উর্ধ্বমুখী রয়েছে। এমতাবস্থায় এবার দেখা যাচ্ছে দিল্লির ‘আর-ভ্যালু’ (R-value of Delhi) দাঁড়িয়েছে বর্তমানে ২.১। আইআইটি মাদ্রাজের (IIT-Madras) সদ্য প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই ‘আর-ভ্যালু’ থেকে আদপে করোনার সংক্রমণের গতিপ্রকৃতি ও তীব্রতা সম্পর্কে আঁচ পাওয়া যায়। একজন সংক্রমিত ব্যক্তির থেকে কতজন ব্যক্তির শরীরে বাসা বাঁধছে মারণ ভাইরাস সেই বিষয়টিও জানা জায় আর-ভ্যালুর ওঠা-পড়ার মধ্য দিয়ে।
বিশেষজ্ঞদের মতে আর-ভ্যালু ১ এর নীচে থাকলে মনে করা হয় ধীরে ধীরে শক্তি হারাচ্ছে করোনা। পারা নামছে সংক্রমণের। কিন্তু ২-র উপরে এই হার ওঠে যাওয়া মানে ফের নতুন করে সংক্রমণের থাবা চাওড়া করছে করোনা ভাইরাস। দিল্লির আর-ভ্যালু নিয়ে এই নয়া পরিসংখ্যানটি আইআইটি-মাদ্রাজের গণিত বিভাগ এবং সেন্টার অফ এক্সিলেন্স ফর কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্সের গবেষকেরা সামনে এনেছেন। অধ্যাপক নীলেশ এস উপাধ্যায় এবং অধ্যাপক এস সুন্দরই সমগ্র গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বলে খবর।
এদিকে বর্তমানে গোটা দেশের সংক্রমণের গ্রাফ যাচাই করে আইআইটি মাদ্রাজের গবেষকেরা জানিয়েছেন বর্তমানে দেশের আর ভ্যালু ১.৩। সেখানে দিল্লির আর-ভ্যালু প্রায় দ্বিগুন হয়ে যাওয়াতেই বাড়ছে চিন্তা। তবে এই আশঙ্কার আবহে দাঁড়িয়ে করোনার নতুন ঢেউ নিয়ে উদ্বেগ বাড়লেও এখনই দেশে চতুর্থ ঢেউয়ের আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আইআইটি-মাদ্রাজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জয়ন্ত ঝা। এমনকী এই বিষয়ে এত দ্রুত কিছু বলা ঠিক নয় বলেও তাঁর মত।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনই দেখতে পাচ্ছি দিল্লিতে একজন সংক্রমিত ব্যক্তি একইসঙ্গে আরও দুজনকে করোনার কবলে ফেলছেন। তবে এখনই নতুন ঢেউ আসছে কি আসছে না তা নিয়ে মন্তব্য করা তাড়াতাড়ি হয়ে যাবে। বর্তমানে করোনা প্রতিরোধে দেশবাসীর সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমাদের স্পষ্ট ধারনা নেই। একইসঙ্গে জানুয়ারিতে শুরু হওয়া তৃতীয় ঢেউয়ের রেশ এখনও চলছে কিনা সেই বিষয়েও সুস্পষ্ট কোনও তথ্য এখনও হাতে নেই’।