Rahul Gandhi: মোদী খতম, আর দূরে নয় সেই দিন! কাশ্মীরে দাঁড়িয়ে হুঙ্কার রাহুলের
Rahul Gandhi in Jammu and Kashmir: সদ্য হওয়া লোকসভা নির্বাচনে নাকি আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামনেই জম্মু ও কাশ্মীরের নির্বাচন। এদিন, বানিহাল বিধানসভা কেন্দ্রের সাঙ্গলদানে এক নির্বাচনী সমাবেশ করেন রাহুল। কী বললেন লোকসভার বিরোধী দলনেতা?
জম্মু: সদ্য হওয়া লোকসভা নির্বাচনে নাকি আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামনেই জম্মু ও কাশ্মীরের নির্বাচন। এদিন, বানিহাল বিধানসভা কেন্দ্রের সাঙ্গলদানে এক নির্বাচনী সমাবেশ করেন রাহুল। সেখানে তিনি দাবি করেন, শিগগিরই মোদী সরকার ক্ষমতাচ্যুত হবে। সভায় রাহুল দাবি করেন, কেন্দ্রীয় সরকার চালান প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁদের কর্পোরেট বন্ধুরা। বেকারত্ব ইস্যুতেও মোদীকে নিশানা করেন তিনি।
রাহুল গান্ধী বলেন, “আমাকে বলা হয়েছে মোদীর কর্পোরেট বন্ধু আদানি এবং অম্বানির নাম না করতে। তাই আমি তাদের জন্য এ১ এবং এ২ ডাকনাম ব্যবহার করছি। এই সরকার হল ‘আমরা দুজন, আমাদের দুজন’-এর সরকার। মোদী ও শাহ এবং অম্বানি ও আদানি এই চারজনই আসলে সরকার চালাচ্ছেন।” লোকসভার বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, এই দুই ধনকুবেরের সুবিধা করে দেওয়ার জন্যই, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, দেশের বাকি অংশের থেকেও খারাপ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের। কারণ এই কেন্দ্রশাসিত অঞ্চলের বেকারত্বের হার সবথেকে বেশি। যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কেন্দ্রীয় সরকার কিছুই করেনি। এরপরই তিনি দাবি করেন, বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করার পরই প্রধানমন্ত্রী মোদীর অত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। তিনি বলেন, “আমরা মনস্তাত্ত্বিকভাবে মোদীকে খতম করেছি। আমি সংসদে তাঁর সামনে বসি। আমি জানি তাঁর আত্মবিশ্বাস চলে গিয়েছে। অল্পই সময় বাকি আছে, আমরা মোদী এবং বিজেপিকে সরকার থেকে সরিয়ে দেব।”
মোদীর আত্মবিশ্বাস হারানোর উদাহরণও দেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল বলেন, “প্রথমে মোদী বলেছিলেন জাতিভিত্তিক জনগণনা হবে না। কিন্তু আমরা জোর দিয়েছিলাম। আরএসএস এখন বলছে এটাই ঠিক। আমরা সমান্তরাল নিরোগ ব্যবস্থার বিরোধিতা করেছি এবং সরকারের উপর চাপ দিয়েছি। এখন তারা ভয় পাচ্ছে। আপনারা দেখেছেন, এর আগের নির্বাচনগুলিতে ছাতি ফুলিয়ে আসতেন মোদী। দীর্ঘ সময় ধরে বক্তৃতা দিতেন। কিন্তু এখন, সংসদে প্রবেশের সময় তিনি সংবিধানে মাথা ঠেকাচ্ছেন।”
আসন পুনর্বিন্যাসের পর, বর্তমানে জম্মু ও কাশ্মীর বিধানসভার মোট আসন সংখ্যা হয়েছে ৯০। ১৮ সেপ্টেম্বরের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে এখন উপত্যকায় চলছে জোর নির্বাচনী প্রচার।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)