Rahul Gandhi sit in protest: নিজস্ব গাড়ি নয়, পুলিশের গাড়িতেই যেতে হবে লখিমপুর; প্রতিবাদে বিমানবন্দরেই ধরনা রাহুলের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 06, 2021 | 3:50 PM

Lakhimpur Violence: রাহুলের সন্দেহ, পুলিশ নিশ্চয়ই অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে। এক্ষেত্রে তাঁকে পুলিশের গাড়িতে করে নিয়ে গিয়ে আটক করা হতে পারে, এমনটাই ইঙ্গিত করতে চেয়েছেন রাহুল।

Rahul Gandhi sit in protest: নিজস্ব গাড়ি নয়, পুলিশের গাড়িতেই যেতে হবে লখিমপুর; প্রতিবাদে বিমানবন্দরেই ধরনা রাহুলের
শাহরুখকে চিঠি দিয়েছিলেন রাহুল

Follow Us

লখনউ: রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সহ পাঁচ সদস্যের কংগ্রেস প্রতিনিধি দলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দিয়েছে উত্তর প্রদেশ সরকার। শুধু কংগ্রেসই নয়, যে কোনও রাজনৈতিক দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যেতে পারবেন লখিমপুরে। কথা বলতে পারবেন কৃষক পরিবারের সঙ্গে। সেই মতো আজ লখনউ বিমানবন্দরে পৌঁছান রাহুল – প্রিয়ঙ্কারা। কিন্তু সমস্যা যেন পিছু ছাড়ছে না। ফের বিমানবন্দরে শুরু হল ধরনা। এবার ধরনার নেতৃত্বে রাহুল গান্ধী।

লখনউ বিমানবন্দরের ভিতরেই উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন রাহুল। পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। রাহুল গান্ধীর বক্তব্য, তিনি নিজের গাড়িতে করে লখিমপুর যেতে চান। অথচ পুলিশ তাঁকে নিজের গাড়িতে যেতে দিচ্ছে না। পুলিশকর্মীরা নাকি তাঁকে বলছেন, পুলিশের গাড়িতে করে যাওয়ার জন্য। আর এতেই বেঁকে বসেন রাহুল।

রাহুলের সন্দেহ, পুলিশ নিশ্চয়ই অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে। এক্ষেত্রে তাঁকে পুলিশের গাড়িতে করে নিয়ে গিয়ে আটক করা হতে পারে, এমনটাই ইঙ্গিত করতে চেয়েছেন রাহুল। আর সেই কারণেই তিনি লখনউ বিমানবন্দরের ভিতরেই ধরনায় বসে যান।

উত্তর প্রদেশ পুলিশের কাছে রাহুল জানতে চান, “কোন আইনের আওতায় আপনারা ঠিক করছেন, আমি কীভাবে সেখানে যাব? আমাকে আপনারা আইনটা বলুন।” উত্তর প্রদেশ সরকার রাহুল, প্রিয়ঙ্কাদের লখিমপুর যাওয়ার যে অনুমতি দিয়েছে, তার মানে কী… প্রশ্ন তোলেন তিনি। বলেন, “উত্তর প্রদেশ সরকার এ কেমন অনুমতি দিয়েছে আমাকে? এঁরা (পুলিশকর্মীরা) তো বিমানবন্দর থেকে বেরোতেই দিচ্ছেন না।”

রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানোর সময় গাড়ি চাপা পড়ে ৪ আন্দোলনকারী কৃষক সহ ৮ জনের মৃত্যুর ঘটনার পরই উত্তাল রাজনৈতিক মহল। রবিবারই কংগ্রেসের তরফে জানানো হয়, প্রিয়ঙ্কা গান্ধী লখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। কিন্তু রবিবার রাতেই লখনউয়ে গৃহবন্দি করা হয় প্রিয়ঙ্কা গান্ধীকে, পরে তিনি সেই নির্দেশ ভেঙে লখিমপুরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করে পুলিশ।

এরপর আজ প্রথমে দিল্লি বিমানবন্দরেই রাহুলকে বাধা দেওয়ার আশঙ্কা করা হলেও বিনা বাধাতেই তিনি, ভূপেশ বাঘেল ও চরণজিৎ সিং চন্নি লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিমান যখন মাঝ আকাশে, তখন জানা যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Lakhimpur: আটকানো হবে না রাহুল-প্রিয়ঙ্কাকে, সিদ্ধান্ত বদলে লখিমপুরে যাওয়ার অনুমতি পেল সমস্ত দলই

Next Article