‘দেশ চালায় ৪ জন-হাম দো, হামারে দো’, সরকারকে নয়া টিপ্পনী রাহুলের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 11, 2021 | 7:18 PM

কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, কৃষক আন্দোলনকে আমরা উপর থেকে যা দেখছি, আসলে তা আরও গভীর। এটা কেবল কৃষকদেরই নয়, বহু মানুষের বেঁচে থাকার লড়াই।

দেশ চালায় ৪ জন-হাম দো, হামারে দো, সরকারকে নয়া টিপ্পনী রাহুলের
লোকসভায় রাহুল গান্ধী।

Follow Us

নয়া দিল্লি: লোকসভায় বিস্ফোরক রাহুল! তিনি বললেন, “হাম দো, হামারে দো-এই শব্দকে নতুন অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী। গোটা দেশকে পরিচালন করছেন চারজন।” লকডাউন, জিএসটি, নোটবন্দি থেকে শুরু করে কৃষক আন্দোলন- প্রতিটি ক্ষেত্রেই এই নীতিই অনুসরণ করেছেন প্রধানমন্ত্রী, এমনটাও দাবি করলেন রাহুল গান্ধী।

আজ লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে পরিবার পরিকল্পনার সময়ে স্লোগান দেওয়া হতো, হাম দো, হামারে দো। করোনার মতোই এই স্লোগানও বারবার নানা রূপে ফিরে আসছে। এই স্লোগানকে নতুন মাত্রা দিয়েছে সরকার। চারজন মানুষই গোটা দেশ চালাচ্ছেন। সেখানেও হাম দো, হামারে দো।” কাদের উদ্দেশ্যে এই কথা বলছেন, তা স্পষ্ট না করেই তিনি বলেন, “সবাই জানেন এই চারজন কারা”।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ‘কুকুর’ বলে বিতর্কে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী

কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি জানান, কৃষক আন্দোলনকে আমরা উপর থেকে যা দেখছি, আসলে তা আরও গভীর। এটা কেবল কৃষকদেরই নয়, বহু মানুষের বেঁচে থাকার লড়াই। এই বিষয়ে তিনি বলেন, “আপনারা ভাবছেন এটা কেবল কৃষক আন্দোলন, কিন্তু আপনারা ভুল ভাবছেন। এটা গোটা দেশের আন্দোলন। কৃষকরা কেবল সেই আন্দোলনের পথ দেখাচ্ছেন।”

কৃষি আইনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, “এই কৃষি আইন কেবল কৃষকদেরই ধ্বংসের দিকে ঠেলে দেবে না, একইসঙ্গে মধ্যস্থতাকারীদেরও শেষ করবে এবং ছোট দোকানদার, ব্যবসায়ীদের উপরও বিরূপ প্রভাব পড়বে। এতে গোটা দেশের অর্থনীতিই ধ্বংস হয়ে যাবে।” তিনি আরও বলেন, “আগামিদিনে ভারতে কোনও আর্থিক বৃদ্ধি হবে না, কর্মসংস্থানও হবে না। হাম দো, হামারে দো-র স্বার্থসিদ্ধির জন্য দেশের মেরুদণ্ডকেই ভেঙে দেওয়ার কারণেই এই সবকিছু হবে।”

আরও পড়ুন: ভিডিয়ো: করমর্দন সেনার, লাদাখ থেকে পিছু হটল লালফৌজের ট্যাঙ্ক

Next Article