হায়দরাবাদ: বিক্ষোভকারীদের কুকুরের সঙ্গে তুলনা করে এবার বিতর্কে জড়ালেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি রাও। বুধবার নালগোডা জেলায় একটি অনুষ্ঠানে উপস্থিত একাংশ বিক্ষোভকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যদি এখানে থাকতে হয়, তবে চুপচাপ থাকুন। আমরা বহু মানুষ দেখেছি। আপনাদের মতো বহু কুকুরও দেখেছি।” এরপরই সমালোচনায় মুখর হয় বিরোধী দলগুলি।
বুধবার নাগার্জুন সাগর এলাকায় একটি সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করার পর নালগোডা জেলায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানেই একদল বিক্ষোভকারী তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভকারীদের মধ্যে সামিল ছিলেন কয়েকজন মহিলাও। মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পরও বিক্ষোভকারীরা প্রতিবাদ জারি রাখলে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “হয় চুপ করুন, নয়তো এখান থেকে চলে যান।”
মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের কাগজ জমা দেওয়া হয়ে গিয়েছে, এবার চলে যান। যদি এখানে থাকতেই হয়, তবে চুপচাপ শান্ত হয়ে থাকুন। আপনাদের বোকা বোকা কাজে কেউ বিরক্ত হবে না। আমরা বহু মানুষ দেখেছি। আপনাদের মতো বহু কুকুরও রয়েছে।”
আরও পড়ুন: ‘ক্যাপিটল হিলে’ তৎপর টুইটার ‘লালকেল্লা’র ক্ষেত্রে নিষ্ক্রিয় কেন? কড়া বার্তা রবিশঙ্কর প্রসাদের
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। কংগ্রেস, বিজেপি সহ একাধিক বিরোধীদল মুখ্যমন্ত্রীর কাছ থেকে ক্ষমা দাবি করেন। তেলাঙ্গানার কংগ্রেস কমিটির ইনচার্জ মানিকাম ঠাকুর বলেন, “নাগার্জুনা সাগরের বৈঠকে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী মহিলাদের কুকুর বলে সম্বোধন করছেন। ভুলে যাবেন না এটি একটি গণতন্ত্র ও আপনার মুখ্যমন্ত্রীর আসনে বসার পিছনে এই মহিলাদেরই ভূমিকা রয়েছে। আপনার ক্ষমা চাওয়া উচিত।”
অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়, মুখ্যমন্ত্রীর উচিত সামাজিকভাবে স্বীকৃত শব্দের ব্যবহার করা। বিজেপির মুখপাত্র কৃষ্ণা সাগর রাও বলেন, “বিজেপি অবাক হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কে সি আর এইধরনের কথা বলছেন। জনসভায় মুখ্যমন্ত্রী যাদবদের রাক্ষসদের সঙ্গে তুলনা করেছেন। সভায় বিজেপিকে আক্রমণ করার সময়ই এইধরনের কথা বলেছেন, সুতরাং এটি স্পষ্ট যে তিনি হিন্দুদেরই, বিশেষত যাদবদের আক্রমণ করে কথা বলছিলেন। মুখ্যমন্ত্রীর এই তুলনা করার ঘটনাটির আমরা চূড়ান্ত সমালোচনা করি এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।”
আরও পড়ুন: কেরলে মাথাচাড়া দিচ্ছে করোনা! আগত যাত্রীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার ঘোষণা মহারাষ্ট্রের