Rahul Gandhi: ২০২৪-এ অমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী, স্মৃতিকে চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা কংগ্রেসের

Priyanka Gandhi Vadra: অজয় রাই বলেন, "প্রিয়ঙ্কা গান্ধী যদি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে সেখানেই প্রার্থী হবেন। দলের প্রত্যেক কর্মী তাঁর জয়ের জন্য লড়াই করবে।"

Rahul Gandhi: ২০২৪-এ অমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী, স্মৃতিকে চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা কংগ্রেসের
রাহুল গান্ধী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 6:19 PM

লখনউ: গতবারে পরাজিত হয়েছেন। কিন্তু, তারপরেও পিছু হটতে নারাজ। ২০২৪ লোকসভা নির্বাচনে ফের সেই অমেঠি (Amethi) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার উত্তর প্রদেশ কংগ্রেসের তরফে এমনটাই ঘোষণা করা হল। বলা যায়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani) সরাসরি চ্যালেঞ্জ ছুড়তে চলেছেন ওয়ানাড়ের সাংসদ। পাশাপাশি প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনী কেন্দ্র নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি।

সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বিবৃতি দেওয়ার পর সংসদে ফ্লাইং কিস দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই স্মৃতি ইরানিকে চ্যালেঞ্জ ছুড়তেই এবার অমেঠি থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার নাম ঘোষণা করা হল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও গত লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রেই রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি। এবার সেই অমেঠি থেকেই রাহুল ঘুরে দাঁড়াতে মরিয়া বলে দাবি রাজনৈতিক মহলের।

আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এদিন জানান উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই। তাঁর কথায়, “রাহুল গান্ধী অবশ্যই অমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।” অমেঠি ছাড়া রাহুল ওয়ানাড় বা আর অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে কিছু জানাননি অজয় রাই। তবে অমেঠিতে রাহুলের জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া এক প্রতিশ্রুতি তুলে ধরে অজয় রাই বলেন, “স্মৃতি ইরানি ১৩ টাকা কেজি দরে চিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর সেই প্রতিশ্রুতি কোথায় গেল! জনগণকে এর জবাব দিতে হবে।”

অন্যদিকে, প্রিয়ঙ্কা গান্ধীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা একপ্রকার নিশ্চিত করলেও তাঁর কেন্দ্র নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান। এপ্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অজয় রাই বলেন, “প্রিয়ঙ্কা গান্ধী যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন, সেখানেই তিনি প্রার্থী হবেন। তিনি যদি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে সেখানেই প্রার্থী হবেন। দলের প্রত্যেক কর্মী তাঁর জয়ের জন্য লড়াই করবে।”