এনডিএ-তে ফের ভাঙন, সৌজন্যে কৃষক আন্দোলন

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 26, 2020 | 7:05 PM

আরএলপি(RLP)-ই প্রথম নয়, কৃষক আন্দোলনের জেরে এর আগে পঞ্জাবের আকালি শিরোমণি দল (Akali Siromani Dal)-ও জোট ভেঙে বেরিয়ে আসে।

এনডিএ-তে ফের ভাঙন, সৌজন্যে কৃষক আন্দোলন
এনডিএ জোট ভেঙে বেরিয়ে গেল হনুমান বেনিওয়ালের দল।

Follow Us

নয়া দিল্লি: কৃষক আন্দোলনের জেরে এবার জোটসঙ্গীও খোয়াল বিজেপি (BJP)। শনিবার রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল (Rashtriya Loktantrik Party)-র প্রধান হনুমান বেনিওয়াল জানান, নয়া কৃষি আইনের প্রতিবাদে তাঁরা এনডিএ (NDA) জোট ভেঙে বেরিয়ে আসছেন।

রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলার শাহজাহানপুর-খেড়া সীমান্তে কৃষক আন্দোলনে (Farmers Protest) সামিল হয়ে জোট ভেঙে বেরিয়ে আসার ঘোষণা করেন। কারণ হিসাবে তিনি বলেন, “যাঁরা কৃষকদের বিরুদ্ধে, তাঁদের পাশে আমরা দাঁড়াব না।”

আরও পড়ুন: কেন্দ্রকে ফের সুযোগ, ২৯ ডিসেম্বর বৈঠকে বসতে রাজি কৃষকরা

হনুমান বেনিওয়াল (Hanuman Beniwal) প্রথমে বিজেপি করলেও ২০১৮ সালে বিজেপি ছেড়ে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি নামে নিজের দল গড়েন। তবে ২০১৯-র নির্বাচনের আগেই তিনি এনডিএ (NDA)-র সঙ্গে জোট বাঁধেন। বিজেপি কৃষি আইনের সমর্থনে কথা বললেও আন্দোলনের শুরু থেকেই বেনিওয়ালের দল কৃষকদের সমর্থনেই কথা বলেছিল। আজ জোট ত্যাগ করে কৃষক আন্দোলনে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে দিল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল।

তবে আরএলপি(RLP)-ই প্রথম নয়, কৃষক আন্দোলনের জেরে এর আগে পঞ্জাবের আকালি শিরোমণি দল (Akali Siromani Dal)-ও জোট ভেঙে বেরিয়ে আসে। একইভাবে গতবছর মহারাষ্ট্রে নির্বাচনের সময় জোট ভেঙে দেয় শিব সেনা (Shiv Sena)। একের পর এক জোটসঙ্গীর এভাবে জোট ভেঙে দেওয়ায় কার্যত দুর্বল হয়ে পড়ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন: ‘চলে যান, না হলে পুঁতে দেব’, হুমকি মুখ্যমন্ত্রীর

Next Article