‘চলে যান, না হলে পুঁতে দেব’, হুমকি মুখ্যমন্ত্রীর

মাফিয়া ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজকাল আমি অত্যন্ত ভয়ঙ্কর মেজাজে রয়েছি। যারা বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদের আমি ছাড়ব না।

'চলে যান, না হলে পুঁতে দেব', হুমকি মুখ্যমন্ত্রীর
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 5:08 PM

ভোপাল: রাজ্যে কোনও বেআইনি কাজ প্রশ্রয় পাবেনা, সুশাসন দিবসে একথা সাফ জানিয়ে দিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। মাফিয়াদের হুমকি দিয়ে তিনি বলেন, “মধ্য প্রদেশ ছেড়ে চলে যান, নইলে ১০ ফুট নীচে মাটিতে পুঁতে দেব এবং কেউ জানতেও পারবে না।”

শুক্রবার ক্রিসমাসের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী (Atal Bihari Vajpayee)-র জন্মদিনও ছিল। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিনটি ‘সুশাসন দিবস’ (Good Governance Day) হিসাবে পালন করা হয়। হোসাঙ্গাবাদ জেলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “সুশাসনের অর্থ হল এমন একটি শাসন ব্যবস্থা, যেখানে বাসিন্দারা কোনও সমস্যার সম্মুখীন হয় না। মধ্য প্রদেশে এখন সেই রাজত্বই চলছে।”

একইসঙ্গে তিনি মাফিয়া ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, “আজকাল আমি অত্যন্ত ভয়ঙ্কর মেজাজে রয়েছি। যারা বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদের আমি ছাড়ব না। মধ্য প্রদেশ ছেড়ে চলে যান, অন্যথা আমি আপনাদের ১০ ফুট গভীরে পুঁতে দেব, কেউ জানতেও পারবে না।”

আরও পড়ুন: গণতন্ত্র না শিখিয়ে জম্মু-কাশ্মীরের নির্বাচন দেখুন! রাহুলকে পাল্টা কটাক্ষ মোদীর

অন্যদিকে, শনিবার শিবরাজ সিং চৌহানের নেতৃত্বেই রাজ্য মন্ত্রীসভায় একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানে জোর করে ধর্মান্তকরণের (Anti-Conversion Day) বিরুদ্ধে আইন আনার অনুমোদন পাশ করা হয়। এই বিলটি পাশ হলে নাবালিকা ও নিম্নবর্গের মহিলাদের জোর করে ধর্মান্তকরণের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ২ থেকে ১০ বছরের সাজা ও এক লক্ষ টাকা অবধি জরিমানাও হতে পারে।

মহিলা ছাড়া অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য এই আইন। তাদের ক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত হলে ১ থেকে ৫ বছরের সাজা ও কমপক্ষে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

আরও পড়ুন: কৃষি আইন নিয়ে রাহুলকে বিতর্কসভায় অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জাভাড়েকর