করোনাবিধি ভেঙেই আয়োজন মহা পঞ্চায়েতের, আটক কৃষক নেতা রাকেশ তিকাইত সহ ১৩

ঈপ্সা চ্যাটার্জী |

May 03, 2021 | 9:08 AM

পুলিশের তরফে মহাপঞ্চায়েতের আয়োজন করতে বারণ করা হলেও বিকেইউ নেতারা জোর করে এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানান এক পুলিশ অফিসার।

করোনাবিধি ভেঙেই আয়োজন মহা পঞ্চায়েতের, আটক কৃষক নেতা রাকেশ তিকাইত সহ ১৩
কৃষক নেতা রাকেশ তিকাইতকে তীব্র আক্রমণ বিজেপি সাংসদের। ফাইল চিত্র।

Follow Us

হরিয়ানা: করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তারই মাঝে বিধি ভেঙে মহা পঞ্চায়েতের আয়োজন করায় ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত সহ মোট ১৩ জনকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ।

রবিবার হরিয়ানার এক পুলিশ আধিকারিক জানান, আম্বালা ক্যান্টনমেন্টের কাছে ধুরালি গ্রামে শনিবার কিসান মজদুর মহা পঞ্চায়েতের আয়েজন করে ভারতীয় কিসান ইউনিয়ন। সেই অনুষ্ঠানে ভাষণ দেন কৃষক নেতা রাকেশ তিকাইত সহ অন্যান্য নেতারা।

এরপরই রবিবার ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে রাকেশ তিকাইত, রতন মান সিং, বলদেব সিং, ও জসমীর সাইনি সহ মোট ১৩জনকে আটক করে হরিয়ানা পুলিশ। বাড়তি করোনা সংক্রমণের কারণেই জেলাশাসক ১৪৪ ধারা জারি করেছেন এবং চারজন বা তার অধিকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশের তরফে মহাপঞ্চায়েতের আয়োজন করতে বারণ করা হলেও বিকেইউ নেতারা জোর করে এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানান এক পুলিশ অফিসার।

অন্যদিকে, মহাপঞ্চায়েতের অনুষ্ঠানেও রাকেশ তিকাইত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের গাফিলতি ও ব্যর্থতাকে তুলে ধরেন। তিনি কৃষকদের আন্দোলন জারি রাখতে বললেও সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানান।

আরও পড়ুন: হাসপাতাল চত্বরে কাতরাচ্ছেন করোনা রোগীরা, অক্সিজেন দিয়ে সাহায্য করাতে যোগী রাজ্যে গ্রেফতার যুবক

Next Article