Ratan Tata in critical condition: মহাষষ্ঠীর সন্ধ্যায় খারাপ খবর, রতন টাটার অবস্থা ‘ক্রিটিকাল’ বলে সূত্রর দাবি

Ratan Tata in critical condition: রতন টাটার শারীরিক অবস্থার অবনতি। গুরুতর অসুস্থ টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। মুম্বইয়ের এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ, আইসিইউ-তে আছেন তিনি। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায়, ওয়াকিবহাল সূত্রকে উল্লেখ করে এমনটাই বলা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

Ratan Tata in critical condition: মহাষষ্ঠীর সন্ধ্যায় খারাপ খবর, রতন টাটার অবস্থা 'ক্রিটিকাল' বলে সূত্রর দাবি
রতন টাটা।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Oct 09, 2024 | 7:09 PM

মুম্বই: রতন টাটার শারীরিক অবস্থার অবনতি। গুরুতর অসুস্থ টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। মুম্বইয়ের এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ, আইসিইউ-তে আছেন তিনি। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায়, ওয়াকিবহাল সূত্রকে উল্লেখ করে এমনটাই বলা হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

গত সোমবার, মুম্বইয়ের বিচ ক্যান্ডি এলাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৬ বছরের এই প্রবীণ শিল্পপতি। সেই সময়ই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর অনুরাগী মহলে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আচমকা অতি দ্রুত তাঁর রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পরে অবশ্য নিজেই সেই আশঙ্কা দূর করেছিলেন রতন টাটা। সকলকে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কারণে ও বিভিন্ন অসুস্থতার কারণে, তাঁকে নিয়মিত চিকিৎসগত পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। সেই ‘রুটিন চেকআপে’র জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে বা রতন টাটার নিজের কার্যালয় থেকে অবশ্য এখনও পর্যন্ত রতন টাটার শারীরিক অবস্থার সম্পর্কে কিছু জানানো হয়নি।