নয়া দিল্লি: বছরের শেষটা ভাল হয়নি ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋষভ পন্থের। গত ৩০ ডিসেম্বরই উত্তরাখণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁর গাড়ি। আগুনও ধরে যায় তাতে। তবে আগুন লাগার আগেই কোনওমতে গাড়ি থেকে বের করে আনা হয়েছিল পন্থকে। বর্তমানে দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া মিলছে ভালই, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঋষভ পন্থের কপালে যে গভীর ক্ষত ছিল, তার উপরে প্লাস্টিক সার্জারি করা হয়েছে।
ঋষভ পন্থের দুর্ঘটনার পরই তাঁকে উদ্ধার করে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে। বর্তমানে সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন পন্থ। জল্পনা শোনা গিয়েছিল, এয়ারলিফ্ট করে ঋষভকে দিল্লিতে আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে শনিবার হাসপাতালের তরফে সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়। শনিবারই দিল্লি অ্য়ান্ড ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র তরফে একটি প্রতিনিধি দল পাঠানো হয় দেহরাদুনের হাসপাতালে। তাঁরাই জানিয়েছেন, বর্তমানে ভাল রয়েছেন ঋষভ পন্থ।
ডিডিসিএ-র ডিরেক্টর শ্যাম শর্মা বলেন, “ঋষভ পন্থের কপালে ছোট প্লাস্টিক সার্জারি হয়েছে। ডিডিসিএ-র ৩ সদস্য ইতিমধ্যেই দেহরাদুনে পৌঁছেছেন। বিসিসিআইয়ের তরফেও ক্রমাগত ম্যাক্স হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঋষভ পন্থের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমানে ঋষভ পন্থ স্থিতিশীল রয়েছে এবং সম্পূর্ণরূপে সঙ্কটমুক্ত সে। দিল্লিতে তাঁকে স্থানান্তরিত করা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ড থেকে রুরকিতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ভোর পাঁচটা নাগাদ দিল্লি-দেহরাদুন হাইওয়ে দিয়ে পন্থ যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই আচমকা তাঁর মার্সিডিজ গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।