Loksabha Election 2024: ভোজপুরী নায়িকা অক্ষরাই আসানসোলের প্রার্থী?

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 04, 2024 | 3:37 PM

Asansol Loksabha: বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয় গত শনিবার। এ রাজ্যের ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর সবথেকে বেশি চর্চা শুরু হয় আসানসোল নিয়ে। এখানে প্রার্থী করা হয়েছিল ভোজপুরি সুপারস্টার পবন সিংকে। যাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। ব্যক্তিগত জীবন নিয়েও নানা অভিযোগ পবনের বিরুদ্ধে।

Loksabha Election 2024: ভোজপুরী নায়িকা অক্ষরাই আসানসোলের প্রার্থী?
ভোজপুরী নায়িকা অক্ষরা সিং।
Image Credit source: Instagram

Follow Us

নয়া দিল্লি: পবন সিংয়ের প্রার্থী হিসাবে নাম প্রত্যাহারের পর এবার আরেক ভোজপুরী তারকার আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে চর্চা শুরু। বিজেপি সূত্রে খবর, আসানসোলে প্রার্থী হতে পারেন ভোজপুরী নায়িকা অক্ষরা সিং (Akshara Singh)। ভোজপুরী সিনেজগতে অক্ষরা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।

বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয় গত শনিবার। এ রাজ্যের ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর সবথেকে বেশি চর্চা শুরু হয় আসানসোল নিয়ে। এখানে প্রার্থী করা হয়েছিল ভোজপুরী সুপারস্টার পবন সিংকে। যাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। ব্যক্তিগত জীবন নিয়েও নানা অভিযোগ পবনের বিরুদ্ধে। প্রথম স্ত্রী আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছিল বলে অভিযোগ ছিল। দ্বিতীয় স্ত্রী এনেছিলেন মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ। এরকম একজনকে প্রার্থী করতে গিয়ে চাপেই পড়তে হয় বিজেপিকে। এই আবহেই এক্স হ্যান্ডেলে পবন সিং নিজেই প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

এরপরই জোর চর্চা, এই কেন্দ্রে বিজেপির পরবর্তী মুখ কে? নানা নামই জল্পনায় উঠে আসছে। অনেকে বলছেন, যেহেতু অবাঙালি ভোটার এই কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক শক্তি, সেখানে অবাঙালি কোনও মুখকেই তুলে আনতে পারে বিজেপি প্রার্থী হিসাবে। এই আবহেই উঠে এসেছে অক্ষরা সিংয়ের নাম। বিহারের নাম করা অভিনেত্রী অক্ষরা। তাঁর রাজনীতিতে আসা কোনও রাজনৈতিক দলের জন্য যথেষ্ট লাভজনক হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।

Next Article