নয়া দিল্লি: নির্বাচনের আগেই ফাটল ধরেছিল যাদব পরিবারে। সমাজবাদী পার্টির হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন যাদব পরিবারের ‘ছোটি বহু’ অপর্ণা যাদব। বিধানসভা নির্বাচনের হারের পরই কি ফাটল চওড়া হচ্ছে? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদবের সাক্ষাতের পর এই জল্পনাই শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ রূপেই সৌজন্য সাক্ষাৎ। সূত্রের খবর, দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে কথাবার্তা হয়। তবে কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু সমাজবাদী পার্টির নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে অস্বস্তি বেড়েছে সমাজবাদী পার্টির শিবিরে।
সম্প্রতিই শেষ হওয়া উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভ না করলেও, ২০১৭ সালের তুলনায় ভাল ফল করেছে সমাজবাদী পার্টি। দলের অন্যতম শক্তিশালী মুখ একদিকে যেমন অখিলেশ যাদব, তেমনই আবার কাকা শিবপাল যাদবও জনপ্রিয় দলীয় কর্মীদের মধ্যে। গত ২৪ মার্চ শেষবার দেখা হয় কাকা-ভাইপোর, সেই সময়ই তাদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল বলে দলীয় সূত্রে খবর। জানা গিয়েছে, শিবপাল যাদব দলে বড় সাংগঠনিক পদ চেয়েছিলেন, কিন্তু অখিলেশ যাদব সেই সময় পরামর্শ দিয়েছিলেন শিবপাল যাদব যেন তাঁর দল প্রগতীশীল সমাজবাদী পার্টিকে সপার সমর্থনে আরও বাড়ায়।
উল্লেখ্য, শিবপাল যাদব ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেই সমাজবাদী পার্টি ছেড়ে নিজের দল গঠন করেন। এবারের নির্বাচনে ছয় বারের বিধায়ক শিবপাল যাদন সমাজবাদী পার্টির টিকিটেই এটাহার জসবন্ত নগর থেকে দাঁড়িয়েছিলেন। সূত্রের খবর, যদি শিবপাল যাদব বিজেপির সঙ্গে হাত মেলালে কমপক্ষে পাঁচজন বিধায়ক সপার জোট ভেঙে বেরিয়ে আসবে। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে ই রাজনৈতিক বিশ্লেষকদের মত, যেকোনও মুহূর্তেই অখিলেশ যাদবের ছত্রছায়া থেকে বেরিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন শিবপাল যাদব।