মুম্বই: মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক অব্যাহত। সরকারে, এনসিপি নেতা অজিত পওয়ার রাজ্য সরকারে যোগ দেওয়ার পর থেকেই নাকি একনাথ শিন্ডে শিবিরের ১৭-১৮ জন বিধায়ক, উদ্ধব ঠাকরে শিবিরে ফিরে আসতে চাইছেন। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর দাবি করেছেন শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “অজিত পওয়ার এবং অন্যান্য এনসিপি নেতারা সরকারে যোগ দেওয়ায় শিন্ডে শিবিরের ১৭-১৮ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।” উদ্ধব শিবিরের আরেক সাংসদ বিনায়ক রাউতও জানিয়েছেন, এনসিপি বিধায়কদের মন্ত্রী করার পরই শিন্দে গোষ্ঠীর বিধায়করা “বিদ্রোহ” শুরু করেছেন। তিনি বলেছেন, “যারা মন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু পারেননি, বা যারা পরবর্তী মন্ত্রিসভা সম্প্রসারণে মন্ত্রীত্ব হারাতে পারেন, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।” তবে, তাঁরা কারা, কোনও নাম জানাতে চাননি বিনায়ক রাউত।
উদ্ধব শিবিরের এই সাংসদ আরও জানিয়েছে, অজিত পওয়ার যেদিন সরকারে যোগ দেন, সেই দিন থেকেই শিন্দে গোষ্ঠীর বিধায়করা বিদ্রোহ শুরু করেছেন। পশ্চিম মহারাষ্ট্র, উত্তর মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়া থেকে শিন্ডে শিবিরের অনেক বিধায়কই নাকি বলছেন, তাঁরা ‘মাতোশ্রী’র ক্ষমা চান, সেখানেই ফিরে আসতে চান। সঞ্জয় রাউত বলেছেন, “তিন-চারজন বিধায়ক গতকালই আমার সঙ্গে কথা বলেছেন। সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির একটি বড় গোষ্ঠী সরকারে যোগ দিয়েছে। এর অর্থ, বিজেপির কাছে, শিন্ডের নেতৃত্বাধীন সেনার আর প্রয়োজনীয়তা ফুরেছে। অজিত পওয়ার এবং এনসিপি বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু শিন্ডে গোষ্ঠীর কেউ শপথ নেননি।”
তবে সঞ্জয় এবং বিনায়ক রাউতের এই দাবি খারিজ করে দিয়েছেন শিবসেনা (শিন্ডে)-র নেতা তথা মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত। তাঁর পাল্টা দাবি, উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বেশ কয়েকজন বিধায়ক নাকি সরকারে যোগ দিতে চাইছে। এই মুহূর্তে উদ্ধব শিবিরের বিধায়ক সংখ্যা ১৩। এর মধ্যে ৬ জনই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করেছেন উদয় সামন্ত। অজিত পওয়ারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলাকালীন, একনাথ শিন্ডে জানিয়েছিলেন, অজিত পওয়ারকে সরকারের নেওয়া হলে তিনি পদত্যাগ করবেন। তবে এখন তাঁর পদত্যাগ করার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদয় সামন্ত। তিনি বলেছেন, “যা ঘটেছে, তাতে মুখ্যমন্ত্রী শিন্ডেরও উদ্যোগ ছিল।” অর্থাৎ, অজিত পওয়ারকে সরকারে আনার বিষয়ে একনাথ শিন্ডেরও হাত ছিল। বুধবারই তাঁর শিবিরের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন একনাথ শিন্ডে। সেখানে তিনি দলীয় বিধায়কদের সকল উদ্বেগ দূর করেছেন বলে জানিয়েছেন উদয়।
তবে সূত্রের খবর, বিদ্রোহী এনসিপি গোষ্ঠীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় বিজেপি এবং শিবসেনার অনেক বিধায়কই অসন্তুষ্ট। বিশেষ করে যারা মন্ত্রী পদ পাবেন বলে আশা করেছিলেন, তাঁরা বুঝতে পারছেন, অদূর ভবিষ্যতে তাঁদের মন্ত্রী হওয়ার আশা নেই।