Satta Sammelan: ভারত জোড়ো ন্যায় যাত্রার কোনও প্রভাবই পড়েনি মেঘালয়ে: কনরাড সাংমা

Satta Sammelan: সত্তা সম্মেলনের মঞ্চে এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, তাঁর রাজ্যে যুব সমাজ, মহিলা থেকে শুরু করে অন্ত্রেপ্রিনিয়রদের বিকাশের জন্য এক দারুণ ব্যবস্থা করা হচ্ছে। মেঘালয়ের ক্যাপিটাল এক্সপেন্ডিচার গত পাঁচ-ছয় বছরে দ্বিগুণ হয়েছে এবং তার প্রভাব বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে।

Satta Sammelan: ভারত জোড়ো ন্যায় যাত্রার কোনও প্রভাবই পড়েনি মেঘালয়ে: কনরাড সাংমা
কনরাড সাংমাImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 6:15 PM

নয়া দিল্লি: টিভি নাইন নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের ‘সত্তা সম্মেলনে’ উত্তর পূর্বের হালচাল তুলে ধরলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। মেঘালয়ের বিকাশের রোডম্যাপ তুলে ধরলেন তিনি। গত পাঁচ-ছয় বছরে মেঘালয়ের কীভাবে উন্নয়ন হয়েছে, সেই খতিয়ান তুলে ধরেন তিনি। কনরাড সাংমা জানালেন, তাঁর সরকার মেঘালয়কে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো প্ল্যানিং করেই এগোচ্ছে। একেবারে তৃণমূল স্তর থেকে এই প্ল্যানিং শুরু হয়েছে এবং তার প্রভাব ইতিমধ্যেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে।

সত্তা সম্মেলনের মঞ্চে এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, তাঁর রাজ্যে যুব সমাজ, মহিলা থেকে শুরু করে অন্ত্রেপ্রিনিয়রদের বিকাশের জন্য এক দারুণ ব্যবস্থা করা হচ্ছে। মেঘালয়ের ক্যাপিটাল এক্সপেন্ডিচার গত পাঁচ-ছয় বছরে দ্বিগুণ হয়েছে এবং তার প্রভাব বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাঁর কথায়, বিগত কয়েক বছরে সড়ক নির্মাণ থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক খাতে খরচ বাড়ানো হয়েছে। পাঁচ বছর আগে মেঘালয়ের ক্য়াপিটাল এক্সপেন্ডিচার ছিল ১২ হাজার টাকা। সেখান থেকে এখন বেড়ে ২৫ হাজার কোটি টাকা হয়েছে।

মেঘালয়ে কংগ্রেসের সংগঠন নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল টিভি নাইন নেটওয়ার্কের ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে। সেখানেও অকপট মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। জানালেন, এককালে কংগ্রেস মেঘালয়ে প্রধান শক্তিধর দল থাকলেও, এখন সময় বদলেছে। বললেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রায় কিছু মানুষ সামিল হয়েছিলেন, একথা ঠিক। কিন্তু রেজাল্ট যা হওয়ার ছিল, তাই হয়েছে। তাদের দেখাই যায়নি। কেন এখন আর তাদের কোনও প্রভাব দেখা যাচ্ছে না, সেটা ভেবে দেখার সময় এসেছে কংগ্রেসের।’