গুগলে লিখতে হবে চারটি শব্দ, ভ্যাকসিনের স্লট বুকিং এবার আরও সহজ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 01, 2021 | 4:46 PM

কো-উইন থেকে বুক করার প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপও নয়। স্লট বুকিং এ বার আরও সহজে।

গুগলে লিখতে হবে চারটি শব্দ, ভ্যাকসিনের স্লট বুকিং এবার আরও সহজ
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: ভ্যাকসিনে করোনা প্রতিরোধ ঠিক কত শতাংশ হয়, তা নিয়ে বিতর্ক রয়েছে এখনও। তবে সুরক্ষার স্বার্থে যত স্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়ার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। দেশে প্রথম থেকে যে নিয়মে স্লট বুকিং করা হচ্ছে, তা কো-উইন অ্যাপের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের তৈরি ওই অ্যাপে গিয়ে স্লট বুক করতে হয়। নিয়মের জেরে অনেকেই ভ্যাকসিন নিতে পিছপা হচ্ছেন। পরে অবশ্য স্লট বুকিং-এর নিয়ম আরও সহজ করার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে এ বার সেই বুকিং-এর পদ্ধতি আরও সহজ। গুগলের মাধ্যমেই হবে বুকি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সেই নিয়ম জানিয়ে টুইট করেছেন।

দেশের অন্তত ১৩ হাজারটি জায়গায় স্লট বুকিং করা যাবে এই পদ্ধতিতে। শুধু গুগল সার্চ নয়, গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করা যাবে। কো-উইন থেকে তথ্য নিয়ে গুগল ভ্যাকসিন সেন্টার ও সময় খুঁজে নিতে সাহায্য করবে। গুগল সার্চে গিয়ে লিখতে হবে ‘covid vaccine near me’, তাতেই মিলবে স্লট। শুধু ভ্যাকসিন সেন্টার নয়, কোন ভ্যাকসিন, কোন ডোজ, কত দাম, সে সব তথ্যই পাওয়া যাবে।

এ দিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে লিখেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রক করোনা ভ্যাকসিন নেওয়ার উপায় আরও সহজ করার জন্য আরও এক বড় পদক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন, প্রথমে গুগলে ‘covid vaccine near me’ লেখার পর স্লট খুঁজে নিতে হবে। এরপর ‘Book Appointment’ অপশনে গিয়ে স্লট বুক করতে হবে। শুধু ইংরেজিতে নয়, ভারতের মোট আটটি ভাষায় সার্চ করা যাবে বলে জানিয়েছেন তিনি। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, গুজরাটি ও মারাঠি ভাষায় সার্চ করা যাবে।

গুগলের তরফে জানানো হয়েছে কোউইনের টিমের সঙ্গে যৌথভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা। চলতি বছরের মার্চ মাস থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন সেন্টার সংক্রান্ত তথ্য দিতে শুরু করে গুগল।

দেশের বিপুল জনসংখ্যার টিকাকরণ যাতে আরও সহজে হয়, সে কথা মাথায় রেখে স্লট বুক করার প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই পদ্ধতি চালু করা হয়। সেই নিয়মে ‘Book Slot’ লিখে পাঠাতে হবে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরে। MyGovIndia Corona Helpdesk-এর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করার পর একটি ওটিপি আসবে ফোনে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পর পরবর্তী ধাপগুলি নির্দেশ মতো পার করতে হবে।

এ ছাড়া গত মাসেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ভ্যাকসিনের সার্টিফিকেটও। অনেকেই কো-উইন থেকে সার্টিফিকেট পেতে সমস্যায় পড়েন, তাই এই পদ্ধতি সার্টিফিকেট পাওয়ার বিষয়টা আরও সহজ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের অফিস থেকে টুইট করে সেই পদ্ধতি সম্পর্কেও অবগত করা হয়েছে। মোট তিনটি ধাপে এই সার্টিফিকেট পাওয়া যায় সহজেই। আরও পড়ুন: শুধু আইসোলেশনই নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে কেরলে চাই ‘স্মার্ট’ লকডাউন, পরামর্শ কেন্দ্রের

Next Article